ইসরায়েল-হামাস যুদ্ধে উত্তাল সেই দেশ সহ গোটা বিশ্ব। ইতিমধ্যেই ভারতীয় রাজনীতিতে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে এই বিষয়কে ঘিরে। তার উপর এবার ক্রিকেটের ময়দানে ঘটলো একটি অপ্রীতিকর ঘটনা। শুক্রবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ। দর্শকদের গ্যালারি থেকে গ্রেফতার করা হয় দুই বাংলাদেশিকে। কেন? কি অপরাধ করেছেন তারা? সেই দুই বাংলাদেশি সমর্থক স্টেডিয়ামে প্ল্যাকার্ড ধরেছিল যেখানে লেখা 'প্যালেস্তাইনকে মুক্ত করো।'
জানা গিয়েছে, সেই দুই সমর্থকের নাম মহমদউল্লাহ হাসান ও ফিরোজ আলি। তারা ভেলোরে খ্রীষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে চেন্নাইতে আসেন এই ম্যাচটি দেখতে। তারা 'সি গ্যালারি'তে বসে ম্যাচটি দেখছিলেন। ম্যাচ চলাকালীন তাদের হাতে ওই বিতর্কিত প্ল্যাকার্ড সেখানে উপস্থিত পুলিশ সহ গোটা ক্রিকেট বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। এরপরই পুলিশ তাদের আটক করে এবং এই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, ইন্টেলিজেন্স এজেন্সিরাও তাদের জিজ্ঞাসাবাদ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম তিনটি ম্যাচ জিতে টেবিল টপার কেন উইলিয়ামসন বাহিনী। শুক্রবার শাকিব আল হাসানের বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে কাপ যুদ্ধে দাপট অব্যাহত রাখে কিউয়ি বাহিনীরা। টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ৫৬ রানের মাথায় ৪ টি উইকেট হারায় বাংলাদেশ। তারপর অধিনায়ক শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। অর্ধশতরান করেন মুশফিকুর রাহিম। তিনি ৭৫টি বল খেলে করেন ৬৬ রান। অন্যদিকে সাকিব আল হাসান করেন ৫১ বলে ৪০ রান। পরে মাহমুদুল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ের সাহায্যে বাংলাদেশ ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে করে ২৪৫ রান।
জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত প্যাভিলিয়নের ফিরে যান ওপেনার রাচিন রবীন্দ্র। এরপর একটি দুর্দান্ত ব্যাটিং উপহার দেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডারিল মিচেল। উইলিয়ামসন ১০৭টি বল খেলে করেন ৭৮ রান। অন্যদিকে ড্যারিল মিচেল ৬৭ বল খেলে ৮৯ করেন। এছাড়াও ওপেনার ডেভন কনওয়ে করেন ৪৫। ম্যাচের সেরা হন লকি ফারগুসান। তিনি শুরুতেই উইকেট তুলে বাংলাদেশ ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দেন। তিনি ১০ ওভার বল করে ৪৯ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিরুদ্ধে।