এটা বাংলাদেশের জন্য একটা স্পেশাল দিন, ভারত হেরে যাওয়ায় খুব আনন্দ হচ্ছে, অস্ট্রেলিয়ার জয়ের থেকেও বেশি আনন্দ হচ্ছে ভারত হেরে যাওয়ায় - রবিবার বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর এমনই সব মন্তব্য ভেসে এল বাংলাদেশ থেকে। ভারত বিশ্বকাপ জিততে না পারায় বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন বাংলাদেশিদের একাংশ। কেউ কেউ তো বললেন, বাংলাদেশ বিশ্বকাপ জিতলেও এত আনন্দ হত না, যতটা বেশি আনন্দ হচ্ছে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতায়। যদিও এবার বাংলাদেশের বিশ্বকাপ জয়ের কোনও সম্ভাবনাই ছিল না। কারণ সেমিফাইনালে ওঠা তো দূর অস্ত, গ্রুপ পর্যায়ে মাত্র দুটি ম্যাচে জিততে পারে ‘টাইগার’-রা। হেরে যায় সাতটি ম্যাচে। পয়েন্ট তালিকায় আফগানিস্তানের (ছয় নম্বর) নীচে আট নম্বরে শেষ করে। হেরে যায় নেদারল্যান্ডসের বিরুদ্ধেও। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্রেফ উড়ে যায়।
সেই অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপ জিতেছে। রবিবার ভারতীয় সময় অনুয়ায়ী, রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যায় অস্ট্রেলিয়া। ফাইনালে ৪২ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে যান অজিরা। আর তারপর পুরো ভারতে নিস্তব্ধতা ছেয়ে যায়। তবে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যান বাংলাদেশিদের একাংশ। কেউ-কেউ অস্ট্রেলিয়ার জার্সি পরেছিলেন। কেউ-কেউ এমনি সাধারণ পোশাক পরেই উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। তাঁদের উচ্ছ্বাসের মাত্রা এমনই ছিল যে কেউ ক্রিকেট বিশ্বকাপের কথা না জানতেন, তাঁদের মতো নিশ্চয়ই বাংলাদেশ বড় কোনও কাজ করেছে অথবা বড় কোনও ট্রফি জিতেছে।
তেমনই এক বাংলাদেশি বলেন, ‘এটা বাংলাদেশের জন্য একটা স্পেশাল দিন। ভারত হেরে যাওয়ায় খুব আনন্দ হচ্ছে।’ একইসুরে অপর একজন বলেন, ‘ইন্ডিয়া হারলেই আমাদের পৈশাচিক আনন্দ হয়। আমাদের মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে। ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আমাদের কারচুপি করে হারিয়ে দিয়েছিল ইন্ডিয়া। ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও ইন্ডিয়াকে সমর্থন করেছিলেন (২০১৬ সালে বিশ্বকাপ হয়েছিল)। সেই বিষয়গুলি আমাদের মাথায় আছে।’
সেইসব কথার মধ্যেই আরও কয়েকজন বাংলাদেশিকে লাফাতে দেখা যায়। তেমনই এক বাংলাদেশি বলেন, ‘(ভারতকে হারিয়ে) অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতায় যতটা আনন্দ হয়েছে, বাংলাদেশ জিতলেও ততটা হত না।’ পাশ থেকে অপর একজন বলে ওঠেন, 'আমরা চাইছিলাম যে ইন্ডিয়া হেরে যাক। অস্ট্রেলিয়া জেতায় যতটা না বেশি আনন্দ হয়েছে, তার থেকে আনন্দ হচ্ছে ইন্ডিয়া হেরে যাওয়ায়।' সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ভারতের হারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওপার বাংলার নেটিজেনদের একাংশ।