কোনও টুর্নামেন্টে দেশের দল ব্যর্থ হলে, সেই দেশের ভক্তরা ক্ষোভ দেখায়, খেলোয়াড়দের কাঠগড়ায় তোলা হয়, অধিনায়ক বদল করা হয়, প্লেয়ারদের টিম থেকে বাদ দেওয়া হয়, কোচ বদলানো হয়- এই সব অতি পরিচিত ঘটনা। কিন্তু তা বলে দল ব্যর্থ হওয়ায় ক্রিকেট বোর্ডকে আদালতের নোটিশ দেওয়া, এমন ঘটনার কথা মনে করা দুষ্কর। তবে এরকমই ঘটনা ঘটেছে এবার বাংলাদেশে।
বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করেছেন শাকিব আল হাসানরা। অষ্টম স্থানে শেষ করেছে তারা। দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক শাকিব আল হাসানকে নিয়ে তীব্র সমালোচনা চলছে। তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। এবার অধিনায়ককে সরাতে আইনি নোটিশ পাঠনো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে।
বিশ্বকাপের মাঝেই বিতর্কে জড়িয়েছিলেন শাকিব। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেই দুম করে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। এভাবে দল ছেড়ে দেশে ফেরার বিষয়টি ভালো ভাবে নেননি অনেকেই। তার পরে আবার শেষ ম্যাচের আগেও চোট পেয়ে দেশে ফিরে যান শাকিব। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি খেলতে পারেননি। দলের আর এক ক্রিকেটার লিটন দাসও বিশ্বকাপ চলাকালীন দু’বার দেশে ফিরেছিলেন। এই নিয়ে চলছে তুমুল বিতর্ক। তার মাঝেই আবার আইনি নোটিশ এল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে।
বাংলাদেশ সংবাদমাধ্যের রিপোর্টে বলা হয়েছে, বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সের জন্য শাকিবের বহিষ্কার চেয়ে নাকি বাংলাদেশের নামী আইনজীবী খুন্দকার হাসান শাহরিয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। শাকিব ছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবী ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং সিইও নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা চেয়েছেন। এমন কী পুরো কোচিং দলকেও সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে। নোটিশে লেখা হয়েছে, বিশ্বকাপে দলের খারাপ খেলার জন্য অধিনায়ক, পুরো কোচিং দল এবং নির্বাচকদের বরখাস্ত করা হোক। একটি তদন্ত কমিটি তৈরি করে খতিয়ে দেখা হোক, কেন এত খারাপ খেলল দল।
চলতি বিশ্বকাপের শুরুটা কিন্তু বেশ ভালোই করেছিলেন শাকিবরা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল তারা। কিন্তু তার পর থেকে টানা ছয় ম্যাচে হার। অষ্টম ম্যাচে অবশ্য শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচে আবার মুখ থুবড়িয়ে পড়ে তারা। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় বাংলাদেশকে। সব মিলিয়ে ৯ ম্যাচেপ মধ্যে শাকিবরা ২টিতে জিতেছে। বাকি সাতটি ম্যাচ হেরেছে। ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের আট নম্বরে শেষ করে বাংলাদেশ।
তবে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, বাংলাদেশ কোনও মতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ছাড়প্র আদায় করে নেয়। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ঝুলে থাকতে হয়েছে। রবিবার (১২ নভেম্বর) ভারতের কাছে নেদারল্যান্ডস হারলে স্বস্তির নিঃশ্বাল ফেলে বাংলাদেশ। শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের কিন্তু বাংলাদেশের মতোই ৪ পয়েন্ট। কিন্তু রানরেটে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়ে গেল টাইগাররা।