বিশ্বকাপের আগে ক্যাপ্টেন বাবর আজমের সঙ্গে শাহিন আফ্রিদির ঝামেলা নিয়ে পাক ক্রিকেটমহলে জোর চর্চা শুরু হয়ে যায়। বিশ্বকাপে দলের পারফর্ম্যান্স দুই তারকার মনোমালিন্যের বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেন পাক প্রাক্তনীরা। যদিও বাবর তেমন কোনও ঝালেমার কথা অস্বীকার করলেন বিশ্বকাপ খেলতে ভারতে আসার আগে।
এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে শ্রীলঙ্কার কাছে পরাজিত হওয়ার পরে সাজঘরে বাবরের সঙ্গে আফ্রিদির ঝামেলার খবর পাক সংবাদমাধ্যমের হেডলাইনে উঠে আসে। ফাইনালে উঠতে না পারার পরে বাবর যখন সাজঘরে সতীর্থদের উদ্দেশ্যে নিজের বক্তব্য পেশ করছিলেন, সেই সময় শাহিনের সঙ্গে বাবরের কথা কাটাকাটি হয় বলে খবর।
বাবর নাকি সতীর্থদের এই বলে সতর্ক করেন যে, কেউ যেন নিজেকে সুপারস্টার না মনে করেন। কেননা, বিশ্বকাপে খারাপ খেললে সবাই ছি ছি করবে। বিস্তর সমালোচনা হবে দেশে। এমন কথা শোনার পরে শাহিন নাকি বলেন যে, যাঁরা ভালো খেলেছেন, তাঁদের প্রশংসা করা উচিত ক্যাপ্টেনের।
জল যাতে বেশিদূর না গড়ায়, আগেই সেই চেষ্টা করেন শাহিন। তিনি সোশ্যাল মিডিয়ায় বাবরের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি একটিই শব্দ লেখেন- ‘পরিবার’। এবার বিশ্বকাপ খেলতে ভারতে আসার আগে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন পাক দলনায়ক।
সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়ে বাবর আজম বলেন, ‘সবাইকে যোগ্য সম্মান দেওয়া হয়। আপনারা দেখে থাকবেন যে, ক্লোজ ম্যাচ হারলে আমরা নিয়মিত ড্রেসিংরুমে মিটিং করি। তবে বিষয়টাকে এমনভাবে দেখানো হয় যেন আমরা মারামারি করছি। এমনটা করা কখনই উচিত নয়। দলের সবাই একে অপরকে সম্মান করে। আমরা একে অপরকে ততটাই ভালোবাসি, যতটা নিজেদের পরিবারকে ভালোবাসি।’
উল্লেখ্য, বুধবারই দুবাই হয়ে বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছনোর কথা পাকিস্তান ক্রিকেট দলের। বাবর আজমরা হায়দরাবাদে বেস ক্যাম্প বানাবেন। কেননা সেখানেই বিশ্বকাপের ২টি প্রস্তুকি ম্যাচে মাঠে নামার কথা পাকিস্তানের।
বাবররা ২৯ সেপ্টেম্বর, শুক্রবার নিজেদের প্রথম অনুশীলন ম্যাচে মাঠে নামবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হায়দরাবাদে এই ম্যাচটি খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। পরে ৩ অক্টোবর, মঙ্গলবার পাকিস্তান নিজেদের দ্বিতীয় অনুশীলন ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে স্টেডিয়ামে উপস্থিত থেকে এই ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। ২টি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো থেকে।