বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > World Cup 2023: জয়ের হ্যাটট্রিকের পরেই ঘোর দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে, আঙুল ভেঙেছে উইলিয়ামসনের

World Cup 2023: জয়ের হ্যাটট্রিকের পরেই ঘোর দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে, আঙুল ভেঙেছে উইলিয়ামসনের

আঙুল ভাঙল কেন উইলিয়ামসনের। ছবি- ব্ল্যাকক্যাপস টুইটার।

হাঁটুর চোট সারিয়ে দীর্ঘ ৬ মাস পরে মাঠে ফেরেন কেন উইলিয়ামসন। প্রথম ম্যাচেই ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন নিউজিল্যান্ড দলনায়ক।

চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। শেষমেশ তিনি চোট সারিয়ে মাঠে ফেরেন বিশ্বকাপের মঞ্চে। সাড়ে ৬ মাস পরে প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে মাঠে নেমে ফের বড়সড় চোট পেয়ে বসেন নিউজিল্যান্ড দলনায়ক। সেই নিরিখে বলা যায় যে, দুর্ভাগ্য তাড়া করতে বেড়াচ্ছে উইলিয়ামসনকে।

গত আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানসের হয়ে মাঠে নেমেই হাঁটুতে চোট পান কেন উইলিয়ামসন। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। সেই থেকে রিহ্যাবে ছিলেন কিউয়ি তারকা। কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলা সত্ত্বেও নিউজিল্যান্ডের নির্বাচকরা উইলিয়ামসনকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে দেন। এমনকি তাঁর হাতেই নেতৃত্বের দায়ভার তুলে দেওয়া হয়।

বিশ্বকাপের আগে হায়দরাবাদ ও তিরুবনন্তপুরমে একজোড়া প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন উইলিয়ামসন। পাকিস্তানের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে অপরাজিত ৫৪ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচে ৩৭ রান করেন তিনি। যদিও ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ২টি ম্যাচে খেলেননি উইলিয়ামসন। সেই ২টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন টম লাথাম। কিউয়িরা ২টি ম্যাচই জিতে নেয়।

শেষমেশ শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামেন কেন। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরিও করেন তিনি। তবে দুর্ভাগ্য উইলিয়ামসনের পিছু ছাড়েনি। চিপকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় আঙুলে চোট পান কেন উইলিয়ামসন। ৩৭.১ ওভারে বাংলাদেশের ফিল্ডারের ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে উইলিয়ামসনের বাঁ-হাতে। তিনি বুড়ো আঙুলে চোট পান। ফিজিও মাঠে এসে প্রাথমিক শুশ্রুষা করেন। ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টাও করেন কিউয়ি দলনায়ক। তবে ষন্ত্রণা নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ৩৮.২ ওভারের পরে চোট নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

আরও পড়ুন:- IND vs PAK WC 2023: নীল সমুদ্রে ভাসছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমদাবাদে ভারতীয় সমর্থকদের হড়পা বান

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইলিয়ামসন জানান যে, আঙুল ফুলে গিয়েছে এবং লাল হয়ে গিয়েছে। তিনি চোটের জায়গায় স্ক্যান করাবেন বলেও জানান। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফেও সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে, শনিবার কেন উইলিয়ামসনের বাঁ-হাতের বুড়ো আঙুলে এক্স-রে করানো হবে। সেই মতো শনিবার এক্স-রে রিপোর্ট সামনে আসার পরেই সমর্থকদের দুঃসংবাদ দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:- ভারতের জন্য একরকম পিচ আর বাকিদের জন্য অন্যরকম! হাফিজের প্রশ্ন, বিশ্বকাপ ICC চালাচ্ছে নাকি BCCI?

কিউয়ি বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, উইলিয়ামসনের বাঁ-হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙেছে। যদিও হাড় সরে যাওয়ার ঘটনা ঘটেনি। তবে এখনই উইলিয়ামসনকে দেশে ফেরানো হবে না বলেও জানিয়ে দেয় নিউজিল্যান্ড বোর্ড। বরং তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই আশায় যে, আগামী মাসে শেষের দিকের লিগ ম্যাচগুলিতে যদি মাঠে নামতে পারেন তিনি। অবশ্য ব্যাকআপ হিসেবে দেশ থেকে টম ব্লান্ডেলকে উড়িয়ে নিয়ে আসার কথাও জানিয়ে দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, শুক্রবার চিপকে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে নিউজিল্যান্ড। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ৭৮ রান করে অবসৃত হন কেন উইলিয়ামসন।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘খারাপ দেখেছি, কিন্তু এত খারাপ পাকিস্তান আগে কখনও দেখেনি’! মাসুদকে তুলোধনা ভনের… DA মামলার ১৪তম শুনানিতে… বড় দাবি রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদকের অনশন মঞ্চে স্নিগ্ধার পা টিপছেন দেবাশিস! ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়া বলছে… প্রেমে মিথ্যা প্রতিশ্রুতি কাদের জীবনে আনবে সর্বনাশ? দেখুন কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল হাসপাতালে ভরতি জুনিয়র ডাক্তার পুলস্ত্য এখন কেমন আছেন? জানালেন NRS-এর চিকিৎসক মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.