রাঁচি টেস্ট শেষ হওয়ার পর ইশান কিষান, শ্রেয়স আইয়ারদের ঠুকে ভারত অধিনায়ক রোহিত শর্মা মন্তব্য করেছিলেন, ‘টেস্ট ক্রিকেট খেলার জন্য যার খিদেটাই নেই, তাদের দেখে বোঝা যায়। তাদের খেলিয়ে লাভটা কী হবে?’ আর ভারত অধিনায়কের এই মন্তব্যের সঙ্গে এক মত হয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকরও। তিনিও মনে করেন, যে সমস্ত ক্রিকেটারদের লাল-বলের ক্রিকেট খেলার আগ্রহ এবং খিদে আছে, তাঁদেরই ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত।
বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ দুই খেলোয়াড়- ইশান কিষান এবং শ্রেয়স আইয়ারকে নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে। তাঁরা বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও ,রঞ্জি ট্রফি খেলার প্রয়োজনই অনুভব করেননি। পরিবর্তে, তারা বিশ্রাম নেওয়া এবং আসন্ন ২০২৪ আইপিএলের জন্য নিজেদের প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। হার্দিক পান্ডিয়াও এই তালিকায় রয়েছেন। তবে চোটের কারণে এনসিএ তাঁকে দীর্ঘতম ফরম্যাটে খেলার অনুমতি দিয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
সোমবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেছিলেন, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফরম্যাট। এবং আপনি যদি সাফল্য চান এবং এই কঠিন ফর্ম্যাটে পারদর্শী হতে চান, তবে আপনার সেই খিদে থাকাটা প্রয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু সেই খেলোয়াড়দেরই সুযোগ দেব, যাদের মধ্যে সেই খিদেটা রয়েছে। যাদের খিদে নেই, তাদের দেখেই বোঝা যায়। তাদের খেলিয়ে লাভটা কী হবে?’
গাভাসকর দাবি করেছেন যে, রোহিত এই প্রসঙ্গে একেবারে সঠিক কথা বলেছেন। তাঁর মতে, ক্রিকেটাররা যে অর্থ, খ্যাতি পান, তা সবটাই ভারতীয় ক্রিকেটের কারণে, এবং তাদের এটির প্রতি অনুগত থাকা উচিত।
স্পোর্টস তকে গাভাসকর বলেছেন, ‘রোহিত একেবারেই ঠিক বলেছে। যারা টেস্ট ক্রিকেট খেলতে চায়, তাদেরকেই খেলানো উচিত। আমি বছরের পর বছর ধরে এটা বলে আসছি। খেলোয়াড়রা এখন যেখানে রয়েছে, জীবন ও ক্যারিয়ারের যে পর্যায়ে আছে, সবটাই ভারতীয় ক্রিকেটের কারণে। তারা যে অর্থ, খ্যাতি এবং স্বীকৃতি পেয়েছে, তা ভারতীয় ক্রিকেটের কারণে। তাই ভারতীয় ক্রিকেটের প্রতি আনুগত্য দেখাতেই হবে।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আর যদি আনুগত্য না থাকে এবং আমি খেলব না, খেলব না, করতে থাকে, তবে রোহিতের কথা একেবারেই ঠিক। যাদের খিদে আছে, যারা সেরাটা দিতে ইচ্ছুক, তাদের খেলানোই একেবারেই সঠিক এবং তাদের আরও সুযোগ দেওয়া উচিত, নির্বাচকদের মনোভাব যদি এমন হয়, তাহলে ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হবে।’
গাভাসকর আরও বলেছেন, যাঁরা রঞ্জি ট্রফি এড়িয়ে যাচ্ছেন, তাঁরা হয়তো ভারতের হয়ে টেস্ট ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, ‘হয়তো তারা ভারতের হয়ে টেস্ট ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সামর্থ্য নেই, তাদের রোহিতের মতো খিদেও নেই। তাই তারা কোনও ধরনের ঘরোয়া ক্রিকেট খেলেনি? রঞ্জি ট্রফিতে খেলেনি। লাল বলের লং ফরম্যাটে হল রঞ্জি ট্রফি।’