বাংলা নিউজ > ভোটযুদ্ধ > ‘স্থিতিশীল BJP বনাম অস্থিতিশীল কংগ্রেস’, গোয়ায় ‘ছোট দল’ তৃণমূলকে কটাক্ষ শাহের

‘স্থিতিশীল BJP বনাম অস্থিতিশীল কংগ্রেস’, গোয়ায় ‘ছোট দল’ তৃণমূলকে কটাক্ষ শাহের

গোয়ায় অমিত শাহ (ছবি সৌজন্যে এএনআই) (ANI)

গোয়ার জনগণকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান অমিত শাহ। তৃণমূলকে আক্রমণ শানাতে তুলে ধরেন ‘বাংলার উদাহরণ’।

প্রচারে গিয়ে গোয়ার মানুষের কাছে দু’টি বকল্প তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার অমিত শাহ প্রচারে গিয়া সৈকত পাড়ে ভোটারদের উদ্দেশে বলেন, ‘স্থিতিশীল বিজেপি বনাম অস্থিতিশীল কংগ্রেসের মধ্যে থেকে বেছে নিতে হবে আপনাদের।’ অমিত শাহ বুধবার উত্তর গোয়ার বিচোলিম নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে গোয়ায় গোটা দিন কাটান শাহ। পরে একটি জনসভায় ভাষণ দিয়ে জনগণকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অমিত শাহ এদিন বলেন, ‘আমার মতে আপনাদের কাছে দুটি বিকল্প আছে। একদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। গোয়ার জনগণ উভয় সরকারকেই প্রত্যক্ষ করেছে। কংগ্রেস শাসন অস্থিতিশীলতা এবং নৈরাজ্য দেখেছেন গোয়াবাসী। বিজেপির সরকার স্থিতিশীলতা ও উন্নয়নও চাক্ষুষ করেছেন আপনারা। এবার গোয়ায় হ্যাটট্রিকের জন্য কাজ করছেন বিজেপির সমস্ত কর্মীরা।’

এদিকে নাম না করে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেসকে তোপ দেগে অমিত শাহ বলেন, ‘এখানে অনেক ছোট ছোট দল এসেছে। আমি আপনাদেরকে বলতে চাই যে এসব দলের ইতিহাস বলে, যেখানেই তারা ক্ষমতায় ছিল, কেন্দ্রের সঙ্গে লড়াই করেছে। মোদীজি সেসব রাজ্যে প্রকল্প পাঠাতেন, তবে সেই প্রকল্পের সুবিধা (জনগণের কাছে) পৌঁছতে দেওয়া হয়নি।’ এরপর অমিত শাহ আরও বলেন, ‘আমি বাংলার উদাহরণ দিতে চাই। মোদীজি পাঁচ লক্ষ টাকার সুবিধা প্রদানকারী স্বাস্থ্য বীমার একটি প্রকল্প (আয়ুষ্মান ভারত) চালু করেছিলেন। তবে তারা (পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার) তা বাস্তবায়ন করেনি। কেন? কারণ এটা মোদীজিকে জনপ্রিয় করে তুলবে। আজ তাই বাংলার মানুষ প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না।’

বন্ধ করুন
Live Score