পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। একাধিক নেতা মন্ত্রী গরাদের ওপারে। দলের নীচুতলায় প্রবল দ্বন্দ্ব। সেসবকে একেবারে উড়িয়ে দিয়ে বিপুল জয় তৃণমূলের। বলে বেল গোল খেলেন বিরোধীরা।
আর পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বার্তা, ‘সকল মা মাটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রামবাংলার পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ। এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করল বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন। সেই সঙ্গেই তাঁর বার্তা, জনগণের পঞ্চায়েত গঠনে আমাদের দল সর্বদা বদ্ধপরিকর। সাধারণ মানুষের উন্নতিকল্পে আমি এবং আমাদের দলের প্রত্যেকটি সদস্য সদা নিবেদিতপ্রাণ। এই গণতান্ত্রিক রায়কে শিরোধার্য করে আমরা সকলে একসঙ্গে আমার প্রিয় বাংলার উন্নয়ন এবং প্রগতির জন্য কাজ করে থাকে।’ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জঙ্গল মহল থেকে মতুয়াগড়, উত্তরবঙ্গ থেকে সুন্দরবন, বগটুই থেকে সিঙ্গুর, সর্বত্র তৃণমূলের জয়জয়কার। বিরোধীদের দাবি, সন্ত্রাস করে জয় পেয়েছে তৃণমূল। খুন, হুমকির রাজনীতি করছে শাসকদল। আর তৃণমূলের দাবি, একেবারে তৃণমূল স্তরে উন্নয়নকে পৌঁছে দিয়েছিল সরকার। তার সুফল ঘরে তুলেছে তৃণমূল। কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছেন বিরোধীরা।
ভোটের দিন সংঘর্ষে প্রিয়জনকে হারিয়েছেন যারা সেই বাড়ি থেকে এখনও কান্না মুছে যায়নি। ঘরে ঘরে এখনও কান্নার রোল। তার মধ্য়েই গ্রামে গ্রামে উল্লাস তৃণমূলের। উড়ছে সবুজ আবির। কিন্তু কোনও জাদুবলে এভাবে উড়ে গেল বিরোধীরা?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুর্নীতির পাঁকে ডুবে রয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবুও গ্রাম বাংলায় যে উন্নয়ন হয়েছে তার প্রতিফলন হয়েছে এবারের ভোটে। সেই সঙ্গেই একেবারে ব্যক্তিগত স্তরে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল ঘরে তুলেছে তৃণমূল। সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সাথ দিয়েছে তৃণমূলকে। সেই সঙ্গেই ছাপ্পা ভোটের খুল্লমখুল্লা আসর বসেছিল বাংলায়। তার প্রতিফলনও হয়েছে ভোটবাক্সে। আর দুর্বল সংগঠন নিয়ে বিরোধীরা তার মোকাবিলা করতে পারেনি। বাম আর বিজেপির মধ্য়ে ভাগ হয়ে গিয়েছে বিরোধী ভোট। এর জেরে সুবিধা পেয়েছে তৃণমূলই। ভোটের আগে নবজোয়ার অনেকটাই ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছে তৃণমূল। সব মিলিয়ে এবার পঞ্চায়েতে যে প্যাকেজ প্রয়োগ করেছিল তৃণমূল তা একেবারে ১০০ শতাংশ সফল।