বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > Bengal Violence: পঞ্চায়েত হিংসায় মৃত্যু বেড়ে ৫১, নিহত BJP প্রার্থীর দেহ নিয়ে চম্পট TMC নেতার

Bengal Violence: পঞ্চায়েত হিংসায় মৃত্যু বেড়ে ৫১, নিহত BJP প্রার্থীর দেহ নিয়ে চম্পট TMC নেতার

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। 

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার দিন তৃণমূলের হাতে আক্রান্ত হন ভোলানাথবাবু। তার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার দুপুরে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসায় মৃত্যু হল আরও ১ জনের। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের ক্যাওড়াডাঙার বিজেপি প্রার্থী ভোলানাথ প্রামাণিকের। অভিযোগ, মৃত্যুর পর দেহের ময়নাতদন্ত নিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে মৃতের আত্মীয়দের। দেহ হেফাজতে নিতে মৃতের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার দিন তৃণমূলের হাতে আক্রান্ত হন ভোলানাথবাবু। তার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার দুপুরে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, এর পর মৃতদেহ ময়নাতদন্ত না করার জন্য পরিবারকে চাপ দিতে থাকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। চাপের মুখে ভেঙে পড়ে পরিবার। খবর পেয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ওদিকে অগ্নিমিত্রা দেবী আসছেন শুনে ভোলানাথবাবুর দেহ নিয়ে চম্পট দেয় স্থানীয় তৃণমূল নেতা পবন মণ্ডল। বাধা দেন পরিবারের মৃতের লোকজন। এর জেরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

দেহের ময়নাতদন্তের ব্যবস্থা করতে মৃত ভোলানাথ প্রামাণিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অগ্নিমিত্রাদেবী। এই নিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫১।

 

বন্ধ করুন