অযোধ্যার রাম মন্দির নিয়ে কোনও ‘আপত্তি’ নেই। জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বরং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটের আগে তৃণমূল সুপ্রিমো দাবি করেন, বিজেপি তো শুধু রাম মন্দির করছে। নরেন্দ্র মোদী সরকারের ওটাই ‘ওয়ান পয়েন্ট প্রোগ্রাম’। কিন্তু পশ্চিমবঙ্গে তাঁর সরকার একাধিক মন্দিরের উন্নয়নমূলক এবং সংস্কারের কাজ করেছে। সেইসঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, ‘উনি তো রাম নন। উনি বলতে পারেন যে উনি রামসেবক।’
আরও পড়ুন: Ayodhya Ram Mandir: অযোধ্য়ার রামমন্দির তৈরির কাজ কবে শেষ হবে? জানালেন নির্মাণ কমিটির চেয়ারম্যান
মঙ্গলবার বাংলা সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার সাক্ষাৎকারে রাম মন্দির প্রসঙ্গে মমতা বলেন, ‘ওরা (একটি) মন্দির করছে, আমিও তো তারকেশ্বর করেছি। আমি তো কালীঘাট করছি। আমি তো দক্ষিণেশ্বর করেছি। আমি তো তারাপীঠ করেছি। আমি তো পাথরচাপরি করেছি। আমি তো কঙ্কালীতলা করেছি (উন্নয়নমূলক এবং সংস্কারের কাজ)। আমরা যা করেছি, ওরা অত কিছু করতে পেরেছে? ওদের শুধু একটাই (আছে) - ওয়ান পয়েন্ট প্রোগ্রাম।'
আরও পড়ুন: রাম মন্দিরের টাকায় ভাগ বসিয়েছে BJP, অযোধ্যায় জমি কেলেঙ্কারি, অভিযোগ কংগ্রেসের
নাম না করে মোদীকে কটাক্ষ করে মমতা আরও বলেন, 'রাম মন্দির করেছে, করেছে, আমার তো আপত্তির কিছু নেই। রাম মন্দির লোকে দেখতে যাবেন, যাবেন, চলে আসবেন। তার জন্য উনি (পড়ুন মোদী) তো রাম নন। উনি বলতে পারেন যে উনি রামসেবক। ইলেকশনের সময় যত রাম। আর অন্যসময় সীতা বাদ, রাম বাদ, গান্ধীজি বাদ, নেতাজি বাদ, গোখলে বাদ- সব বাদ। শুধু মোদীবাদ। এটা তো হয় না।’
এমনিতে ২০২৪ সালের লোকসভা ভোটে যে রাম মন্দির বড় ইস্যু হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলের। বিশেষজ্ঞদের মতে, রাম মন্দিরের নির্মাণের বিষয়টি হাতিয়ার করে হিন্দুত্ববাদী তাস খেলবে বিজেপি। হিন্দু ভোটব্যাঙ্ক মজবুত করার চেষ্টা করবে। আবার তৃণমূল, কংগ্রেসের মতো দলের উপর হিন্দু-বিরোধী তকমা চাপিয়ে দেওয়ারও চেষ্টা করা হতে পারে। বিশেষত পশ্চিমবঙ্গের যে কোনও নির্বাচনে মমতাকে সংখ্যালঘুদের তোষামদকারী হিসেবে হিন্দু ভোট টানার চেষ্টা করে থাকে। সেই পরিস্থিতিতে রাম মন্দিরের প্রতি সমর্থন জানিয়ে পালটা দিলেন মমতা। সেইসঙ্গে সূক্ষভাবে মনে করিয়ে দিলেন যে তাঁর আমলে পশ্চিমবঙ্গের কত মন্দিরের উন্নয়নমূলক কাজ হয়েছে।
কবে রাম মন্দিরের কাজ সম্পূর্ণ হবে?
গত মাসের শেষের দিকে রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। শ্রীরাম জন্মভূতি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন যে মন্দিরের একতলার ছাদের কাজ হয়ে গিয়েছে। এখন মেঝের কাজ চলছে।