বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > কেন নিজের পদ ছেড়ে দিতে চাইলেন সুব্রত বক্সি?‌ উঠে এল বেশকিছু অজানা তথ্য

কেন নিজের পদ ছেড়ে দিতে চাইলেন সুব্রত বক্সি?‌ উঠে এল বেশকিছু অজানা তথ্য

সুব্রত বক্সি। (ছবি, সৌজন্য টুইটার)

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার দিন থেকেই সুব্রত বক্সি রাজ্য সভাপতি পদে রয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। আর মমতার প্রিয় বক্সি দা ছোট থেকে দেখা অভিষেককে বড় হতে দেখেছেন। আর আজ সেই অভিষেক গোটা বাংলাকে নিজের হাতের তালুর মতো চেনে। তাই প্রবীণ নেতা সেটা উপলব্ধি করে নবীনকে পদ ছেড়ে দিতে চাইলেন।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজের পদ ছেড়ে দিতে চাইলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেন। এই ঘটনায় শোরগোল পড়ে যায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই প্রস্তাব উঠতেই তা খারিজ করে দেন তৃণমূল সুপ্রিমো। এই পর্যন্ত খবর সবারই প্রায় জানা। তাহলে অজানা তথ্য কোনটি?‌ এই পদ ছেড়ে দেওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। যা তিনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন দলের অন্দরে। কিন্তু সব শুনেও প্রবীণ নেতাকেই সম্মান জানিয়েছেন সবাই।

কেন এমন চাইলেন সবার বক্সিদা?‌ একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় ফলের পর যখন তৃণমূল ভবনে প্রবেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তাঁকে জড়িয়ে ধরেছিলেন সুব্রত বক্সি। তারপর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন অভিষেক। এবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে গ্রামবাংলায় যে সাড়া ফেলে দিয়েছেন অভিষেক তাতে অনেকেই চমকে গিয়েছেন। তাছাড়া তাঁর রোড–শো থেকে জনসংযোগ যাত্রায় যে জনসমুদ্র হয়েছিল সেটা সবার নজর কেড়েছে। ৫১ দিন ঘরবাড়ি ছেড়ে যেভাবে রাস্তায় পড়েছিলেন তাতে এই পদও তাঁর প্রাপ্য বলে মনে করেন সুব্রত বক্সি। তাই নিজের পদ ছেড়ে দিতে চেয়েছিলেন অভিষেককে।

আর কী জানা যাচ্ছে?‌ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার দিন থেকেই সুব্রত বক্সি রাজ্য সভাপতি পদে রয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদও। আর মমতার প্রিয় বক্সি দা ছোট থেকে দেখা অভিষেককে বড় হতে দেখেছেন। আর আজ সেই অভিষেক গোটা বাংলাকে নিজের হাতের তালুর মতো চেনে। তাই প্রবীণ নেতা সেটা উপলব্ধি করে নবীনকে পদ ছেড়ে দিতে চাইলেন। তিনি মনে করেন এখন বাকি কাজটা অভিষেকই করতে পারবে। আর তিনি অভিষেককে আশীর্বাদ করে সাংগঠনিক কাজ থেকে অব্যাহতি নিয়ে সংসদীয় রাজনীতিতে মন দিতে চান। কিন্তু অভিষেক নিজেই বক্সিদাকে ছাড়তে নারাজ। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছে, ‘‌এই নিয়ে আর কোনও আলোচনা যেন না হয়।’‌

কিন্তু বক্সি দা কী বলছেন?‌ এই সুব্রত বক্সি একসময় একই সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। তাই নির্বাচনী বৈঠকে আবেগে ভেসে সবার প্রিয় বক্সি দা বলেন, ‘‌আমার এখন শরীর খারাপ। তাই রাজ্যের কোথাও সেভাবে যেতে পারি না। শুধু ভবানীপুরের পার্টি অফিস আর তৃণমূল ভবনে যাই। রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হোক অভিষেককে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে ও ভাল কাজ করছে। জনসংযোগ যাত্রার মতো কর্মসূচি সামাল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা সবাই দেখেছি। আমি এক সময়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ‌্য সভাপতি একসঙ্গে ছিলাম। আজ সময় এসেছে অভিষেককে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি রাজ‌্য সভাপতিও করা হোক।’‌ পাল্টা অভিষেক বক্সি দাকে বললেন, ‘‌কোনও প্রশ্নই ওঠে না, তুমিই থাকবে রাজ্য সভাপতি।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ভারী বৃষ্টি বাংলায়, ঘূর্ণিঝড় তৈরির আগেই বইবে ঝোড়ো হাওয়া, কোথায় কোথায় হবে? ২০১৯-তে স্রেফ অঘটন? আমেঠিতে পরীক্ষায় স্মৃতি, রাহুল সরে যাওয়ায় লাভ হবে কংগ্রেসের? রাজনাথ, রাহুল, স্মৃতির পরীক্ষা, আজ দেশের ৪৯ আসনে ভোট, অযোধ্যা-সহ কোথায় নজর? কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ, খোঁজ চলছে, বার্তা মন্ত্রীর জলের তলায় যাওয়া থেকে ব্যাডমিন্টন ম্যাচ! ভোটার টানতে অভিনব কসরত ভাগ্যের হাতে মার খেল RR, কারা কোয়ালিফায়ারে, কারা খেলবে এলিমিনেটর, স্পষ্ট হল ছবি সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু

Latest IPL News

সঞ্জুদের কপাল পোড়াল বৃষ্টি, ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে RR যারা আমাদের দেখে হাসছিল, তাদের জন্য… সমালোচকদের জবাব দিলেন RCB-র মহিলা ক্রিকেটার বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.