পঞ্চায়েত নির্বাচনের আর বাকি ৬ দিন। তার মধ্যেই আবার রক্তাক্ত হল গ্রামবাংলার মাটি। খুনের ঘটনা ঘটল বাসন্তীতে। এক তৃণমূল কংগ্রেস কর্মীর মাথায় গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। মাথায় গুলি লাগতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই তৃণমূলকর্মী। স্থানীয়রা রাস্তায় গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাঁকে। এই ঘটনার নেপথ্যে আইএসএফের হাত আছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় গোটা বাসন্তীতে আলোড়ন পড়ে গিয়েছে। আর মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত বাংলায় হিংসার বলি মোট ১৩ জন।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে গুলি চালানোর ঘটনা ঘটে বাসন্তীতে। বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় গুলি করে খুন করা হয় তৃণমূল কংগ্রেস কর্মীকে। নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম জিয়ারুল মোল্লা। পঞ্চায়েত নির্বাচনে এক সপ্তাহ আর বাকি নেই। তার মধ্যেই আবার খুন হয়ে গেল তৃণমূল কংগ্রেস কর্মী। রাত ৯টা নাগাদ ক্য়ানিং থেকে বাড়ি ফিরছিলেন জিয়ারুল মোল্লা। তখনই তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। সেই গুলি মাথায় এসে লাগে। তার জেরে রাস্তায় লুটিয়ে পড়েন জিয়ারুল মোল্লা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
তারপর ঠিক কী হল? এই গুলি চলার আওয়াজ পেয়েই শিউরে ওঠেন এলাকার স্থানীয় মানুষজন। কিন্তু অন্ধকারে তাঁরা সবটা দেখতে পাননি। পরে গুলির আওয়াজকে লক্ষ্য করে এগোতেই রাস্তায় পড়ে থাকতে দেখা যায় জিয়ারুল মোল্লাকে। এই ঘটনার নেপথ্য়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আছে নাকি আইএসএফ খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। গুলি চালিয়েই চম্পট দেয় আততায়ীরা। ভাঙড়, ক্যানিংয়ের পর বাসন্তীর খুনে শিউরে উঠেছেন মানুষজন। জিয়ারুল মোল্লা যুব তৃণমূল কংগ্রেসেরই কর্মী ছিলেন। তাই এই খুন নিয়ে আজ, রবিবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি তৈরি হয়।
আরও পড়ুন: ‘নেতাদের মাথা চাই’, পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালে বেলপাহাড়িতে পড়ল মাওবাদী পোস্টার
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল কংগ্রেস যুবকর্মীর নাম জিয়ারুল মোল্লা (৪০)। এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত স্থানীয় নেতৃত্বের মন্তব্য নথিভুক্ত করা হয়েছে। ঠিক কী কারণে খুন হতে হল জিয়ারুলকে সেটা নিয়ে চলছে তদন্তের কাটাছেঁড়া। আততায়ীদের পরিচয় জানার চেষ্টায় কাজ চলছে। এবার সরাসরি খুনের ঘটনায় পুলিশ রাত থেকেই তদন্ত শুরু করেছে। মনোনয়ন থেকে প্রাক নির্বাচনী পর্বে পর পর খুনের ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে। এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা সংবাদমাধ্যমে বলেন, ‘চারজন এসে জিয়ারুলকে গুলি করে খুন করেছে। কারা করেছে সেটা পুলিশকে তদন্ত করে দেখতে হবে। জিয়ারুল দলের সক্রিয় কর্মী ছিল। যে বা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হোক। দলও এই বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’