বিজেপিকে ভোট দেওয়ায় কারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হলে আমাকে জানাবেন। সুদ সমেত টাকা ফেরত দেওয়ার দায় আমার। রবিবার আলিপুরদুয়ারের কালচিনিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে একথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি বলেন, রাজ্যে বিজেপির সরকার এলে মা - বোনেদের মাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
এদিন শুভেন্দুবাবু বলেন, তৃণমূলের নেতারা বলে বেড়াচ্ছেন, বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। গতকালও তৃণমূলের এক বিধায়ক এই কথা বলেছেন। আমি আপনাদের বলে যাচ্ছি, কারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হলে তার নাম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা আমাকে পৌঁছে দেবেন। সুদ সমেত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কী করে দিতে হয় আমি বিরোধী দলনেতা হয়ে বুঝে নেব।
তিনি বলেন, ‘২০১৯ সালে পশ্চিমবঙ্গের মানুষ মোদীজিকে ১৮টা আসন দিয়েছিলেন। এবার দ্বিগুণ আসন জিতব আমরা। বিজেপি রাজ্যে ৩৬টা আসন পাবে আর তার পর পিসি - ভাইপোর খেলা শেষ। আমরা ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের ৫০০ টাকার বদলে ২০০০ টাকা করে ভাতা দেব। আর সেই টাকা ঢুকবে মাসের ১ তারিখে। এটা বিজেপির প্রতিশ্রুতি।’