বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > ‌WB Panchayat Election Result 2023: বিজেপির কেন্দ্রীয় নেতারা হাজির বাংলায়, কেন নির্বাচনে ভরাডুবি?‌ আজ জরুরি বৈঠক

‌WB Panchayat Election Result 2023: বিজেপির কেন্দ্রীয় নেতারা হাজির বাংলায়, কেন নির্বাচনে ভরাডুবি?‌ আজ জরুরি বৈঠক

রবিবার জরুরি বৈঠকে বসছে বিজেপি।

আগেই সংগঠন তলানিতে যাচ্ছে বলে এই কেন্দ্রীয় নেতারা রিপোর্ট দিয়েছিলেন জেপি নড্ডা এবং অমিত শাহকে। এবার পঞ্চায়েত নির্বাচনে আরও প্রকট হল সংগঠনের দীর্ণ হাল বলে মনে করা হচ্ছে। তাই এই বৈঠক বলে সূত্রের খবর। একুশের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে এভাবে ধস নামেনি। সেখানে সংগঠনের হাল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির কারণ চুলচেরা বিশ্লেষণ করতে জরুরি বৈঠকে বসছে বিজেপি। আজ, রবিবার সেই জরুরি বৈঠক। যেখানে সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, সুকান্ত মজুমদার–সহ শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। আশা করা যাচ্ছে শুভেন্দু অধিকারীও থাকবেন। এছাড়া দলের বিভিন্ন পদাধিকারীদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে দলের ভরাডুবির কারণ এবং তা থেকে শিক্ষা নিয়ে সংগঠন মজবুত করা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে বলেই বিজেপি সূত্রে খবর।

এদিকে একুশের বিধানসভ নির্বাচন থেকে শুরু করে এবারের পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত বিজেপিকে পরাজয়ের মুখই দেখতে হয়েছে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গে তো ভরাডুবি প্রত্যাশিতই ছিল। কিন্তু শক্তিশালী গড় উত্তরবঙ্গেও থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস। যা কপালে ভাঁজ ফেলেছে গেরুয়া শিবিরের। কারণ এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে দেখলে লোকসভা নির্বাচনে ৫টি আসনের বেশি জুটবে না। কারণ উত্তরবঙ্গের ৬টি জেলা পরিষদই তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে। চার জেলা পরিষদে আবার বিজেপি একেবারে শূন্য। এই পরিস্থিতিতে কেমন করে ড্যামেজ কন্ট্রোল করা যায় এবং সংগঠন মজবুত করা যায় তা নিয়েই বিস্তারিত আলোচনা হবে।

অন্যদিকে আগামী মাসে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এবার সংগঠনের হাল–হকিকত খতিয়ে দেখবেন। আবার যে হোমটাস্ক দিয়ে গিয়েছিলেন সেটাও হয়েছে কিনা দেখবেন। কারণ এই রাজ্যে এসেই তিনি ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে গিয়েছিলেন লোকসভা নির্বাচনের জন্য। এখন প্রশ্ন উঠছে, সেই লক্ষ্য পূরণ হবে তো?‌ কারণ বিজেপি একেবারে শূন্যে নেমেছে আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। এমনকী কোচবিহারেও জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পেয়েছে। জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩২টি জয়ী তৃণমূল কংগ্রেস। আর বিজেপি জিতেছে মাত্র দুটি।

তাহলে সংগঠন কি আরও হ্রাস পেয়েছে?‌ আগেই সংগঠন তলানিতে যাচ্ছে বলে এই কেন্দ্রীয় নেতারা রিপোর্ট দিয়েছিলেন জেপি নড্ডা এবং অমিত শাহকে। এবার পঞ্চায়েত নির্বাচনে আরও প্রকট হল সংগঠনের দীর্ণ হাল বলে মনে করা হচ্ছে। তাই এই বৈঠক বলে সূত্রের খবর। একুশের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে এভাবে ধস নামেনি। সেখানে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখে সংগঠনের হাল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পৃথক উত্তরবঙ্গের কথা বলা ক্ষতি হয়েছে বলেও মনে করেন কেন্দ্রীয় নেতারা। তাই এবার নতুন করে ভাবনাচিন্তা করতেই বৈঠক ডাকা হয়েছে।

আরও পড়ুন:‌ ‘‌এভাবে তৃণমূলকে রোখা যাবে না’‌, প্রস্তাব ফিরিয়ে শুভেন্দুকে জবাব দিলেন নওশাদ

আর কী জানা যাচ্ছে?‌ উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বিজেপির শীর্ষ নেতা বা মন্ত্রী রয়েছে। তারপরও এই পরাজয় নিয়ে ভর্ৎসনার মুখে পড়তে পারেন কয়েকজন নেতা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গে বিজেপির এই হাল কেন্দ্রীয় নেতাদের চিন্তা বাড়িয়েছে বলে সূত্রের খবর। যদিও বিজেপি প্রকাশ্যে সে কথা বলছে না। উলটে বঙ্গ–নেতাদের সাফাই, জনতার রায় সঙ্গে ছিলই। স্ট্রং রুমে জালিয়াতি হয়েছে। শাসক দল ভোট লুট করেছে। তাই বিজেপির এমন ফলাফল। তাছাড়া পঞ্চায়েত নির্বাচন আর লোকসভা নির্বাচন এক বিষয় নয়।

ভোটযুদ্ধ খবর

Latest News

দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হবেন ঐশ্বর্য, কান মাতানো রাই সুন্দরীর কব্জি ভেঙেছে! ১.৩ হাজারের বেশি পাক-শরণার্থীর CAAর জন্য আবেদন সীমান্তের এই রাজ্যে! পঞ্চম দফায় ৩৩ শতাংশ প্রার্থী কোটিপতি, কত সম্পত্তি রয়েছে পীযূষ গোয়েলের? ১৭ মরশুমের আইপিএল ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ‘৭০০-র’ শিখরে কোহলি পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার বৃষ্টি পড়তেই খেলা শুরু! জালে বড়-বড় ইলিশ, দাম উঠল ১৬ লাখ ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA চিন্নাস্বামীতে তিন হাজার পার কোহলির, কোনও মাঠেই এই নজির নেই আর কোনও ব্যাটারের জাতীয় মঞ্চে ‘খুদে অরিজিৎ’ শুভ ও অরুণিতা গাইলেন বাউল গান,মুগ্ধ হয়ে শুনল নেটপাড়া

Latest IPL News

নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.