মনোনয়নপত্র পেশের জন্য মেরেকেটে দু'দিন বাকি আছে। তার আগে শনিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ৪৮ টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। বরদোয়ালি থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ধানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তবে প্রথম তালিকায় নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর জেতা আসন গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে।
শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার পৌরহিত্যে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির প্রথমসারির নেতারা। সেই পরদিনই প্রাথমিকভাবে ৪৮ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সবমিলিয়ে বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ১১ জন মহিলা ঠাঁই পেয়েছেন। বাকি ১২ টি আসনে শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির।
আপাতত যে ৪৮ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তাতে বরদোয়ালিতে ভাগ্যপরীক্ষায় নামবেন মুখ্যমন্ত্রী মানিক। পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজি নিয়ে ধানপুর থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমাকে টিকিট দেওয়া হয়েছে। ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একাধিক সাংসদকে টিকিট দিয়েছিল। সেই কৌশলে তেমন সাফল্য মেলেনি। হেরে গিয়েছিলেন একাধিক সাংসদ।
বিজেপির প্রথম প্রার্থী তালিকায় নেই বিপ্লব
ত্রিপুরার বিজেপি সভাপতি রাজীব আবার বনমালিপুর থেকে লড়াই করবেন। যে আসন থেকে ২০১৮ সালে লড়াই করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব। তবে পরবর্তী তালিকায় তাঁর নাম থাকবে কিনা, তা স্পষ্ট নয়। যে বিপ্লবকে ত্রিপুরা ভোটের বিধানসভা ভোটের বছরখানেই সরিয়ে দিয়েছিল বিজেপি। সেই অনাস্থার কারণেই তাঁকে নিজের জেতা আসনে টিকিট দেওয়া হয়নি কিনা, তা নিয়েও কানাঘুষো চলছে।
আরও পড়ুন: Tripura Election: ত্রিপুরায় সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ বিধায়কের, তৃণমূলের সুবল গেরুয়া শিবিরে
তারইমধ্যে ‘দলবদলু’-কেও প্রার্থী করেছে বিজেপি। মহম্মদ মবস্বর আলিকে কৈলাসহর থেকে প্রার্থী করা হয়েছে। টিকিট না পেয়ে কয়েক ঘণ্টা আগেই (শুক্রবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ) সিপিআইএম ছেড়ে যোগ দেন তিনি। যিনি বাম জমানায় কৈলাসহর থেকেই জিতেছিলেন। মবস্বরের সঙ্গে যোগ দেওয়া সুবল ভৌমিককে আপাতত টিকিট দেয়নি বিজেপি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)