বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka Exit Polls 2023: কর্ণাটকে জয়ের বিষয়ে '২০০% নিশ্চিত' BJP, ‘সুখবর’ পেলেও এক্সিট পোলে না-খুস কংগ্রেস

Karnataka Exit Polls 2023: কর্ণাটকে জয়ের বিষয়ে '২০০% নিশ্চিত' BJP, ‘সুখবর’ পেলেও এক্সিট পোলে না-খুস কংগ্রেস

বাসবরাজ বোম্মাই নাকি ডিকে শিবকুমার - কে শেষ হাসি হাসবেন শনিবার? (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

কর্ণাটক বিধানসভা নির্বাচনের যে এক্সিট পোল সামনে এসেছে, তাতে দুটি সংস্থার ইঙ্গিত, দক্ষিণ ভারতের রাজ্যে এককভাবে ‘ম্যাজিক ফিগার’ (১১৩ আসন) পার করতে চলেছে কংগ্রেস। বাকি এক্সিট পোলগুলিতে আভাস দেওয়া হয়েছে যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না শতাব্দীপ্রাচীন দল। 

আগ্রাসী প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুদের মন জিততে কোনও খামতি রাখেনি বিজেপি। তারপরও এক্সিট পোলে যে আভাস মিলেছে, তাতে বিজেপি একেবারেই স্বস্তি পাবে না। কারণ একাধিক বুথফেরত সমীক্ষা অনুযায়ী, কর্ণাটকে ক্ষমতাচ্যুত হচ্ছে গেরুয়া শিবির। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস। আর বাকি এক্সিট পোলেও ইঙ্গিত মিলেছে যে একক বৃহত্তম দলের তকমা হারাবে বিজেপি। যদিও সেই বুথফেরত সমীক্ষার পূর্বাভাসে পাত্তা দিতে রাজি নন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তাঁর দাবি, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি যে কর্ণাটকে ক্ষমতায় আসবে, সে বিষয়ে নিশ্চিত তিনি। পালটা কংগ্রেসের দাবি, এক্সিট পোলে যে সংখ্যা দেখানো হয়েছে, তার থেকেও বেশি আসন নিয়ে কর্ণাটকের মসনদে বসবে শতাব্দীপ্রাচীন দল।

বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের যে এক্সিট পোল (এক্সিট পোলের ফলাফল যে মিলবে, তেমন কোনও নিশ্চয়তা নেই, অনেক সময় পুরো পালটে গিয়েছে ফলাফল, চূড়ান্ত ফলাফলের জন্য ১৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে) সামনে এসেছে, তাতে দুটি সংস্থার ইঙ্গিত, দক্ষিণ ভারতের রাজ্যে এককভাবে ‘ম্যাজিক ফিগার’ (১১৩ আসন) পার করতে চলেছে কংগ্রেস। বাকি এক্সিট পোলগুলিতে আভাস দেওয়া হয়েছে যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না শতাব্দীপ্রাচীন দল। তবে ১০০-র গণ্ডি পার করে বৃহত্তম দল হয়ে উঠবে। আসন কমবে বিজেপির। সেক্ষেত্রে জেডিএস ‘কিংমেকার’ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: Karnataka Exit Polls Live Updates: একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে কংগ্রেস, ইঙ্গিত দুটি বুথফেরত সমীক্ষায়

যদিও কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী নিশ্চিত যে এক্সিট পোলের আভাস পুরো পালটে যাবে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদে ফিরবে বিজেপি। তিনি বলেন, 'এক্সিট পোল হল এক্সিট পোল। আমরা একেবারে নিশ্চিত যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরব আমরা। গ্রাউন্ড রিপোর্ট সেটাই বলছে, আমি ২০০ শতাংশ আত্মবিশ্বাসী। এক্সিট পোল তড়িঘড়ি করা হয়। তাতে অনেক ভুলভ্রান্তি থাকে। (কর্ণাটকে) কেউ যে কিংমেকার হয়ে উঠবে, সেরকম কোনও সম্ভাবনা নেই। আমার কাছে মানুষই হলেন আসল কিংমেকার। তাঁরা বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনবেন।'

আরও পড়ুন: কোনও অ্যাকশন নেই, দক্ষিণের হিরো-ভিলেনরা শান্ত! ভোটদানে অন্য রূপে যশ, প্রকাশ রাজ

একইসুরে এক্সিট পোলকে বাড়তি গুরুত্ব দিতে চাননি প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। তাঁর যুক্তি অবশ্য বোম্মাইয়ের থেকে আলাদা। তিনি বলেন, ‘আমার প্রথম প্রতিক্রিয়া ছিল যে এই সংখ্যায় বিশ্বাস করতে পারছি না। আমি যে সংখ্যটা বলেছিলাম, সেটায় এখনও অনড় থাকছি। আমরা ১৪৬ টির বেশি আসন পাব। মানুষ উচ্চশিক্ষিত এবং কর্ণাটকে ডবল ইঞ্জিন (সরকার) মুখ থুবড়ে পড়ায় তাঁরা বৃহত্তর স্বার্থ বিবেচনা করে দেখেছেন। (কোনও দলের সঙ্গে জোট করে) সরকার গঠনের কোনও প্রয়োজন হবে না।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন