বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka Exit Polls 2023 Highlights: কর্ণাটকে হাতছাড়া কুর্সি? সমীক্ষায় রক্তচাপ বাড়ল BJP-র, ‘অ্যাডভান্টেজ’ কংগ্রেসের
ভাগ্যপরীক্ষা হয়ে গিয়েছে কর্ণাটকের। এবার অপেক্ষা ভোটের ফলাফলের। (ছবি সৌজন্যে পিটিআই)

Karnataka Exit Polls 2023 Highlights: কর্ণাটকে হাতছাড়া কুর্সি? সমীক্ষায় রক্তচাপ বাড়ল BJP-র, ‘অ্যাডভান্টেজ’ কংগ্রেসের

Karnataka Election Exit Polls 2023 Highlights: কর্ণাটকের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষার লাইভ আপডেট দেখুন এখানে।

Karnataka Election Exit Polls 2023 Highlights: ৩৮ বছরের রীতি কি অক্ষুণ্ণ থাকবে? আগামী শনিবার (১৩ মে) সেই চূড়ান্ত উত্তর মিলবে। আপাতত বুথফেরত সমীক্ষার যে ইঙ্গিত, তাতে বেশ চাপে আছে বিজেপি। কারণ দুটি এক্সিট পোলের পূর্বাভাস, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে ক্ষমতায় আসবে কংগ্রেস। আবার বাকিগুলির ইঙ্গিত যে ম্যাজিক ফিগার না ছুঁলে কংগ্রেস একক বৃহত্তম দল হবে। অর্থাৎ যা ইঙ্গিত, তাতে জোরদার লড়াই হতে চলেছে কর্ণাটকে। ‘কিংমেকার’ হয়ে উঠতে পারে জেডিএস। তবে বুথফেরত সমীক্ষার ফলাফল চূড়ান্ত নয়, কারণ অতীতে এক্সিট পোলের ফলাফল পুরো পালটে গিয়েছে। তারইমধ্যে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষার হাইলাইটস দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে -

10 May 2023, 08:15:48 PM IST

একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কংগ্রেস: সমীক্ষা

নিউজ২৪-টুডেজ চাণক্য বুথফেরত সমীক্ষা: বিজেপি ৯২ টি আসনে জিততে পারে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১২০ টি আসন। জেডিএস জিততে পারে ১২ টি আসনে।

10 May 2023, 08:05:32 PM IST

একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কর্ণাটকে সরকার গড়বে কংগ্রেস: সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: বিজেপি পেতে পারে ৬২-৮০ টি আসন। কংগ্রেস পেতে পারে ১২২-১৪০ টি আসন। জেডিএস পেতে পারে ২০-২৫ টি আসন। অন্যান্যরা জিততে পারে সর্বাধিক আসনে। অর্থাৎ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস।

10 May 2023, 07:44:17 PM IST

‘কর্ণাটকের মানুষকে ধন্যবাদ’, বুথফেরত সমীক্ষার ফল সামনে আসতেই টুইট রাহুলের

কংগ্রেস নেতা রাহুল গান্ধী: খুব ভালোভাবে পরিচালিত, মর্যাদাপূর্ণ এবং মানুষের জন্য জোরদার প্রচারের বব্বর শের কর্মী এবং কংগ্রেসের নেতাদের ধন্যবাদ জানাতে চাই। উন্নত ভবিষ্যতের জন্য বড় সংখ্যায় ভোটদানের জন্য কর্ণাটকের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।

10 May 2023, 07:33:05 PM IST

হায়দরাবাদ কর্ণাটকে প্রায় ৪৭% ভোট পেতে পারে কংগ্রেস: সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: হায়দরাবাদ কর্ণাটকে কংগ্রেস ৪৭ শতাংশ ভোট পেতে পারে। ৩৬ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। জেডিএস ১৩ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে চার শতাংশ ভোট।

10 May 2023, 07:30:30 PM IST

হায়দরাবাদ কর্ণাটকে ঝড় তুলতে পারে কংগ্রেস: সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: হায়দরাবাদ কর্ণাটকে ঝড় তুলতে পারে কংগ্রেস। ৩২ টি আসনে জিততে পারে কংগ্রেস। সাতটি আসনে জিততে পারে বিজেপি। একটি আসনে জিততে পারে জেডিএস।

10 May 2023, 07:19:33 PM IST

মধ্য কর্ণাটকে জিততে পারে কংগ্রেস, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: মধ্য কর্ণাটকে ১২ টি আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপি জিততে পারে ১০ টি আসনে। জেডিএস একটি আসনে জিততে পারে।

10 May 2023, 07:16:16 PM IST

পিছিয়ে বিজেপি, এগিয়ে কংগ্রেস, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

এবিপি সি-ভোটার বুথফেরত সমীক্ষা: বিজেপি পেতে পারে ৮৮-৯৮ টি আসন। কংগ্রেস ৯৯-১০৯ টি আসন জিততে পারে। জেডিএসের ঝুলিতে ২১-২৬ টি আসনে জিততে পারে।

10 May 2023, 07:13:40 PM IST

বেঙ্গালুরু অঞ্চলে বাজিমাত করবে কংগ্রেস, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: বেঙ্গালুরু অঞ্চলে মোট ২৮ টি আসন। ১৭ টি আসনে জিততে পারে কংগ্রেস। ১০ টি আসনে জিততে পারে বিজেপি। জেডিএস পেতে পারে একটি আসন। কংগ্রেস পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বিজেপি ৩৮ শতাংশ ভোট হতে পারে। ১৫ শতাংশ ভোট পেতে পারে জেডিএস। তিন শতাংশ ভোট পেতে পারে নির্দল।

10 May 2023, 07:01:36 PM IST

হাড্ডাহাড্ডি লড়াই কর্ণাটকে, পূর্বাভাস বুথফেরত সমীক্ষায়

এশিয়ানেট নিউজ-জন কী বাত: হাড্ডাহাড্ডি লড়াই হবে কর্ণাটকে। বিজেপি ৯৪-১১৭ টি আসনে জিততে পারে। ৯১-১০৮ টি আসনে জিততে পারে কংগ্রেস। জেডিএস ১৪-২৪ টি আসনে জিততে পারে। সর্বাধিক দুটি আসনে জিততে পারেন নির্দল প্রার্থীরা।

10 May 2023, 06:57:19 PM IST

ম্যাজিক ফিগার পার করবে না কংগ্রেস, তবে হবে একক সংখ্যাগরিষ্ঠ দল: বুথফেরত সমীক্ষা

টিভি৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাট বুথফেরত সমীক্ষা: কর্ণাটকে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হতে পারে। ৯৯-১০৯ টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপির ঝুলিতে যেতে পারে ৮৮-৯৮ টি আসন। জেডিএস ২১-২৬ টি আসন পেতে পারে। অন্যান্যদের ঝুলিতে সর্বাধিক চারটি আসন যেতে পারে।

10 May 2023, 06:53:37 PM IST

কর্ণাটকে সেঞ্চুরি করবে কংগ্রেস: বুথফেরত সমীক্ষা

জি নিউজ-ম্যাট্রিজ বুথফেরত সমীক্ষা: ১০৩-১১৮ টি আসনে জিততে পারে কংগ্রেস। ৭৯-৯৪ টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। জেডিএসের ঝুলিতে যেতে পারে ২৫-৩৩ টি আসন। দুটি বা পাঁচটি আসন পেতে পারে নির্দলরা।

10 May 2023, 06:43:34 PM IST

কর্ণাটকে ধাক্কা বিজেপির, সবথেকে বেশি আসন পাবে কংগ্রেস: বুথফেরত সমীক্ষা

জি নিউজ-ম্যাট্রিজ বুথফেরত সমীক্ষা: কর্ণাটকে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। অর্থাৎ কোনও দল এককভাবে ‘ম্যাজিক’ ফিগার পার করছে না। কংগ্রেস একক বৃহত্তম দল হতে পারে।

10 May 2023, 06:37:15 PM IST

উপকূলীয় কর্ণটকে বিজেপি পেতে পারে ৫০% ভোট: বুথফেরত সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: উপকূলীয় কর্ণাটকে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪০ শতাংশ ভোট। বিজেপি ৫০ শতাংশ ভোট পেতে পারে। জেডিএস ছয় শতাংশ এবং অন্যান্য চার শতাংশ ভোট পেতে পারে।

10 May 2023, 06:34:21 PM IST

উপকূলীয় কর্ণাটকে বাজিমাত করবে BJP- বুথফেরত সমীক্ষা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: উপকূলীয় কর্ণাটকে তিনটি আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপির ঝুলিতে যেতে পারে ১৬ টি আসন। যে এলাকায় বিজেপি বরাবরই শক্তিশালী থেকে এসেছে।

10 May 2023, 06:34:21 PM IST

ভোটের পর কি JDS-র সঙ্গে জোট গড়বে কংগ্রেস?

বিধানসভা ভোটের পর কি জেডিএসের সঙ্গে জোট গড়বে কংগ্রেস? মুখ খুললেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। তিনি জানান, কুমারস্বামীদের সঙ্গে জোট গঠনের কোনও প্রশ্নই ওঠে না।

10 May 2023, 06:27:58 PM IST

২০১৮ সালের বিধানসভা ভোট ও ক্ষমতা দখলের টানাপোড়েন

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছিল বিজেপি। জিতেছিল ১০৪ টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ৮০ টি আসন গিয়েছিল। জেডি(এস) জিতেছিল ৩৭ টি আসনে। একটি করে আসনে জিতেছিল নির্দল, বিএসপি এবং কর্ণাটক প্রজ্ঞাবন্ত জনতা পার্টি। অর্থাৎ কোনও দলই 'ম্যাজিক ফিগার' (১১৩) পার করতে পারেনি।সেই পরিস্থিতিতে জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে মরিয়া ছিল কংগ্রেস। তবে তার আগেই সরকার গঠনের দাবি জানিয়েছিল বিজেপি এবং সরকার গঠন করে ফেলেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা। কিন্তু মাত্র তিনদিন টিকেছিল বিজেপি সরকার। পর্যাপ্ত সংখ্যা না থাকায় আস্থাভোটের আগেই সরকার পড়ে গিয়েছিল। তারপর জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী।কিন্তু সেই জোট সরকারও বেশিদিন টেকেনি। ১৪ মাসের মধ্যে পড়ে গিয়েছিল। নির্দল-সহ ১৭ জন বিধায়ক ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই পরিস্থিতিতে কর্ণাটকের তখত দখল করেছিল বিজেপি। ২০১৯ সালে যে উপ-নির্বাচন হয়েছিল, তাতে ১৫ টি আসনের মধ্যে ১২ টিতে জিতেছিল গেরুয়া শিবির।

10 May 2023, 06:17:45 PM IST

৩৮ বছরের রীতি ভাঙতে পারবে বিজেপি?

এবার বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৩৮ বছরের রীতি পালটাতে মরিয়া গেরুয়া শিবির। কারণ ১৯৮৫ সাল থেকে কখনও কোনও দলকে পরপর দু'বার ক্ষমতায় ধরে রাখেনি কর্ণাটক। এবার সেই রীতি কি ভাঙবে, উত্তর মিলবে আগামী ১৩ মে (শনিবার)। আজ কিছুা আভাস মিলতে পারে।

10 May 2023, 06:09:57 PM IST

কর্ণাটক বিধানসভার চালচিত্র

আপাতত কর্ণাটক বিধানসভায় মোট ১১৬ জন বিজেপি বিধায়ক আছেন। কংগ্রেসের আছেন ৬৯ জন বিধায়ক। জেডিএস বিধায়কের সংখ্যা ২৯। বিএসপির একজন এবং দু'জন নির্দল বিধায়ক আছেন। একজন স্পিকার আছেন। একটি আসন ফাঁকা আছে।

10 May 2023, 06:09:57 PM IST

৩৮ বছরের রীতি ভাঙতে পারবে BJP? আভাস মিলবে কিছুটা পরেই

প্রায় ৪০ বছরের রীতি কি ভাঙবে কর্ণাটকে? ইঙ্গিত মিলতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। আজ (বুধবার) ২২৪ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। আগামী শনিবার (১৩ মে) ফলপ্রকাশ হবে। তার আগে কর্ণাটকের ভবিষ্যৎ কী হতে পারে, সেই আভাস মিলতে পারে।

ভোটযুদ্ধ খবর

Latest News

WB LS Vote LIVE: মর্যাদার লড়াইয়ে সুকান্ত, আজ লোকসভা ভোট দার্জিলিং, রায়গঞ্জেও মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? ২৬ এপ্রিল ২০২৪ এর রাশিফল দেখে নিন গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.