গোটা দেশে প্রচণ্ড গরম পড়েছে। তাপপ্রবাহ চলছে অনেক রাজ্যে। কিন্তু তার জন্য তো নির্বাচনী প্রচার থেমে থাকতে পারে না। কারণ লোকসভা নির্বাচন চলছে গোটা দেশে। তাই জোরদার প্রচার করছেন নেতা–নেত্রীরা। দ্বিতীয় দফার নির্বাচন শুরু হবে ২৬ এপ্রিল। তাই প্রচারে ঝড় তুলতে হচ্ছে। এই আবহে নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা নীতীন গড়কড়ি। সভামঞ্চে বক্তব্য রাখার সময় তিনি অজ্ঞান হয়ে পড়লেন। এই ঘটনায় আলোড়ন পড়ে যায় মহারাষ্ট্রের যবতমলে। সেখানের মঞ্চে বক্তব্য রাখার সময় হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়েন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী।
এদিকে এই জ্ঞান হারানোর ঘটনার পর তাঁর শুশ্রষা করতেই জ্ঞানে ফেরেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, এখন তিনি সুস্থবোধ করছেন। গরমের জন্য জ্ঞান হারিয়ে ছিলাম। তবে এই ঘটনার সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা অন্যান্যরা নীতীন গড়কড়িকে ধরে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর এমন হাল দেখেই তা ঘটেছিল। প্রবল গরমেই নীতীন গড়কড়ি অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা দেখে অনেকে চিন্তিত হন।
অন্যদিকে এই ঘটনা নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে আশ্বস্ত করেন। এক্স হ্যান্ডেলে নীতীন গড়কড়ি লেখেন, ‘প্রচণ্ড গরমে আমার অস্বস্তি হচ্ছিল। মহারাষ্ট্রের পুসাদে র্যালি করার সময় তীব্র গরমে শরীর খারাপ লাগতে থাকে। কিন্তু এখন আমি সম্পূর্ণ ভাল আছি। আর পরবর্তী সভা করতে ভারুদ যাচ্ছি। আপনাদের ভালবাসা এবং শুভ কামনার জন্য ধন্যবাদ।’ লোকসভা নির্বাচনের প্রথম দফায় নাগপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নীতীন গড়কড়ি। ওই আসন থেকে ২০১৪ এবং ২০১৯ সালেও জয়ী হন কেন্দ্রীয় মন্ত্রী। আজ, বুধবার একনাথ শিন্ডেপন্থী শিবসেনার প্রার্থী রাজশ্রী পাটিলের হয়ে যবতমল–ওয়াসিমে কেন্দ্রে ভোট প্রচারে যান নীতীন। তখনই জ্ঞান হারানোর ঘটনা ঘটে।
আরও পড়ুন: ‘দুর্নীতি কলকাতা হাইকোর্টের রায়ে প্রমাণ হল’, এসএসসি কাণ্ডে ফোঁস করলেন বোস
এদিন দেখা গেল, বক্তব্য রাখার সময় ঘামতে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর শারীরিক অসুবিধা হচ্ছে বোঝা যায়। সংজ্ঞাহীন হতেই পার্টি কর্মীরা চোখে–মুখে জল দেন। মঞ্চ থেকে সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে এখানে দ্বিতীয় দফায় ভোট আছে বলেই প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন নীতীন গড়কড়ি। শারীরিক সমস্যা সামলে উঠেই আবার বক্তব্য শেষ করেন তিনি।