তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে জঙ্গি। তাঁর বাড়ি রেইকি করেছিল মুম্বই হামলার মূলচক্রী বলে বড় তথ্য প্রকাশ্যে আনল কলকাতা পুলিশ। এই ঘটনায় যুক্ত হয়েছে রাজারাম রেগের নাম। এই রাজারাম রেগ কলকাতায় আসে। শেক্সপিয়ার সরণির একটি হোটেলে ওঠে সে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পিএ’র মোবাইল নম্বর জোগাড় করেছিল। আজ, সোমবার এই অভিযুক্তকে মুম্বই থেকে গ্রেফতার করেছে লালবাজার। এই কলকাতায় আসা এবং মুম্বই ফিরে যাওয়া গোটা পরিকল্পনার পিছনে রয়েছে শুভেন্দু অধিকারীর হাত। এবার এমনই বিস্ফোরক তথ্য সামনে আনলেন দেবাংশু ভট্টাচার্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খতম করতে পারলেই পরবর্তী তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দেওয়া যাবে। তাই এই পরিকল্পনা ছকে ফেলা হয়েছিল। এমনই ইঙ্গিত স্পষ্ট করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আজ, সোমবার এই নিয়ে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন দেবাংশু। তিনি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ। এই ঘটনায় ভিডিয়োগ্রাফি করে তদন্ত শুরু হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, রাজারাম রেগের আর একটা বড় পরিচয় সে একসময় শিবসেনার নেতা ছিল। ২৬/১১ মুম্বই হামলার তদন্তে তার নাম উঠে আসে। এই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শিকাগোতে যখন বিচার চলছিল তখন তিনি বলেছিলেন, রাজারাম রেগে শিবসেনা নেতা। তার সঙ্গে শিবসেনা ভবনের বাইরে তিনি দেখা করেছিলেন।
আরও পড়ুন: ‘আগে ১০টা সিট পেয়ে দেখাক’, বিজেপির আসন সংখ্যা নিয়ে বিস্ফোরক দাবি মমতার
এই ঘটনাকেই এবার দেবাংশু সামনে নিয়ে এসেছে। কারণ সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, এবার বড় বিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণ আসলে নির্লজ্জভাবে অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত। যা আজ ধরা পড়ে গিয়েছে। এই কথা বলেই শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলেন দেবাংশু ভট্টাচার্য। ২৬/১১ মুম্বই হামলার সঙ্গে জড়িত রাজারাম রেগের এখানে আসা এবং অভিষেকের বাড়ি–অফিস রেইকি করা এবং রহস্যজনকভাবে মুম্বইতে পালিয়ে যাওয়া নিয়ে বড় পরিকল্পনা ছিল বলে ইঙ্গিত দিয়েছেন দেবাংশু। এই রাজারাম অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করে এবং তার পরই অভিষেকের বাড়ির সামনে থেকে ঘুরে যায়।
আরও পড়ুন: অভিষেকের বাড়ি–অফিস রেইকি করে মুম্বই হামলার জঙ্গি, গ্রেফতার করল লালবাজার
এছাড়া সম্প্রতি নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি ডেঞ্জারাস দল। ওরা আমাকে খুন করার ষড়যন্ত্র করছে। অভিষেককেও টার্গেট করা হয়েছে। কিন্তু ওইসব ষড়যন্ত্রকে আমরা কেয়ার করি না। তারপরই এমন ঘটনা প্রকাশ্যে আসায় লোকসভা নির্বাচনের মরশুমে আলোড়ন পড়ে গিয়েছে। আর আজ দেবাংশু কী লিখেছেন? নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু লেখেন, ‘নির্লজ্জ ষড়যন্ত্রকারী বিজেপির শুভেন্দু অধিকারী ধরা পড়ে গিয়েছেন ‘বিস্ফোরক’ মন্তব্য করে। কী অনুসরণ? ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত কলকাতায় ঘুরে গেল। রেইকি করল অভিষেকের বাড়ি ও অফিস। রহস্যজনকভাবে তারপর মুম্বই চলে গেল। এটা কি যথেষ্ট নয় আপনার কাছে হস্তক্ষেপ করার জন্য। দিল্লির ষড়যন্ত্রকারী মাস্টারদের সঙ্গে কি আপনি বসে আছেন?’ নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন দেবাংশু।