লোকসভা নির্বাচনের আগে আরও সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তারপরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছে ইন্ডিয়া জোট। তবে বিরোধীরা যতই আক্রমণ করুক না কেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: 'কালো টাকাকে সাদা করার ভালো উপায় ছিল নোট বাতিল', বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
রবিবার সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘কেউ যেন টাকা লোপাট করতে না পারে তা নিশ্চিত করার জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি। কিন্তু, আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে কিছু লোক ক্ষুব্ধ।’ তিনি বলেছেন, যে তাঁর সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। তাঁকে ভয় দেখানোর চেষ্টা সফল হবে না। তিনি লোকসভার লড়াইকে দুর্নীতিবাজ (ইন্ডিয়া জোট) এবং যারা দুর্নীতিকে নির্মূল করার চেষ্টা করছে (বিজেপি) তাদের মধ্যে লড়াই বলে উল্লেখ করেছেন।
ইন্ডিয়া জোট বিরোধী নেতাদের গ্রেফতার করাকে বিজেপির নির্বাচনী কৌশল বলেই আক্রমণ করছে। আর তারজন্য কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে বলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইন্ডিয়া জোট। এরপরেই পালটা বিরোধীদের জবাব দিলেন নরেন্দ্র মোদী। তিনি ইন্ডিয়া জোটকে আক্রমণ করে বলেন, ‘দুর্নীতিবাজদের জানা উচিত যে তারা মোদীকে যতই আক্রমণ করুক না কেন, তিনি অপ্রতিরোধ্য। যত বড় দুর্নীতিবাজই হোক না কেন। ব্যবস্থা নেওয়া হবে। যে দেশ লুট করেছে তাকে অর্থ ফেরত দিতে হবে। এটাই মোদীর গ্যারান্টি।’
তিনি বলেন, ‘মোদীর মন্ত্র হল দুর্নীতি হঠাও।’ তাঁর আরও সংযোজন, ‘আমি যখন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তখন কিছু লোক বেজায় চটে যাচ্ছেন। মোদীর মন্ত্র হল দুর্নীতি হঠাও।’ এরপরেই ভোটারদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন, ‘এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে দুর্নীতিবাজদের বাঁচাতে হবে নাকি দুর্নীতি নির্মূলকারীদের পক্ষ নেবেন।’