সময়সীমা ফুরালেও মিলল না সমীকরণ। বামেদের সঙ্গে জোট সম্ভাবনা শেষ করে লোকসভা নির্বাচনে একাই চলার কথা ঘোষণা করল ISF. বৃহস্পতিবার দুপুরে একথা ঘোষণা করার পর ISF নেতা নওসাদ সিদ্দিকি জোট ভাঙার জন্য বামেদের দায়ী করেন।
আরও পড়ুন: BJPকে ভাষাজ্ঞান শেখাতে শেখাতে প্রকাশ্য মঞ্চে ‘শা*’ বলে ফেললেন মমতা
এদিন নওসাদ বলেন, ‘আমরা লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে কোনও জোট করছি না। ওদের অনেক সময় দেওয়া হয়েছিল। কিন্তু যা বুঝলাম, তাতে ওরা জোটে আগ্রহী নয়। আমরা দরকারে সেলিম সাহেবের মুর্শিদাবাদ আসন থেকে প্রার্থী তুলে নেব বলেছিলাম। যাদবপুরের সমস্যাও মিটে গিয়েছিল। কিন্তু সমস্যা এসে দাঁড়িয়েছে শ্রীরামপুরে। কিন্তু বামেরা যদি বলে সবটাই ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের ৮টাও তুলে নেওয়া দরকার’।
জোট ভাঙার জন্য বামেদের কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘কংগ্রেস তো আগে থেকে ভিলেন হয়ে আছেই। তবে এই জোট ভাঙার জন্য সব থেকে বেশি দায়ী বামেরা। এই জোট ভাঙার দায় বামেদের নিতে হবে’।
আরও পড়ুন: নির্দেশ অমান্য করে বালুর বাড়তি স্বাস্থ্য পরীক্ষা, SSKMএর কাজে ক্ষুদ্ধ আদালত
গত বিধানসভা নির্বাচনের আগে তৈরি হয় ISF. মূলত ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি ও নওসাদ সিদ্দিকির নেতৃত্বে গঠিত এই দল বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে। তার পরও তাদের সঙ্গে জোট করে ভোটে লড়ে বামেরা। তবে এই জোটে মোটেও খুশি ছিল না অন্য জোটসঙ্গী কংগ্রেস। ভোটের ফলে দেখা যায় জোটের একমাত্র আসনটি জিতেছেন ভাঙড়ের ISF প্রার্থী নওসাদ সিদ্দিকি।
লোকসভা ভোটেও ISFএর সঙ্গে বামেদের আসন সমঝোতা হবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়। চলে আলোচনা। এর মধ্যে বাম ও ISF ২ পক্ষই কিছু আসনে তাদের প্রার্থী ঘোষণা করে। জোটের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে বৃহস্পতিবারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন নওসাদ। সেই সময়সীমাতেও সমঝোতা চূড়ান্ত না হওয়ায় বাকি আসনেও ISF যে কোনও মুহূর্তে প্রার্থী ঘোষণা করে দিতে পারে বলে জানিয়েছেন নওসাদ।