ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মহাদেব অ্যাপ নিয়ে কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেলেঙ্কারিতে যুক্ত দোষীদের জেলে ভরা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। আজ প্রধানমন্ত্রী বলেন, 'ছত্তিশগড়ের কংগ্রেস সরকার আপনাদের লুট করার কোনও সুযোগই ছাড়ছে না। মহাদেবের নাম পর্যন্ত ছাড়েনি। দুদিন আগে রায়পুরে বড়সড় অভিযান হয়। বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গেছে। লোকে বলছে যে এই টাকা জুয়াড়িদের। কংগ্রেস নেতারা এই লুটপাটের টাকা দিয়ে ঘর ভরেছে। আপনারা মিডিয়া রিপোর্টে দেখতেই পাচ্ছেন যে এই কেলেঙ্কারির সূত্র কার সঙ্গে আছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ছত্তিশগড়ের জনগণকে জবাব দিতে। এই কেলেঙ্কারির অভিযুক্তরা দুবাইয়ে বসে আছে। সেই অভিযুক্তদের সাথে তাদের কী সম্পর্ক রয়েছে? টাকা বাজেয়াপ্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী মাঠে নেমেছেন। আমি শুনেছি, আমাদের নেতাদের ফাঁসানো হবে এবং পুলিশ পাঠানো হবে।' (আরও পড়ুন: মহাদেব বেটিং অ্যাপের থেকে ৫০৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ, মুখ খুললেন ভূপেশ বাঘেল)
মোদী আজ আরও বলেন, 'কংগ্রেস দিনরাত মোদীকে গালি দেয়। কিন্তু মুখ্যমন্ত্রী এখন দেশের তদন্ত সংস্থাকেও গালাগালি শুরু করেছেন। তবে আমি ছত্তিশগড়ের জনগণকে বলতে চাই, মোদী গালাগালিতে ভয় পায় না। দুর্নীতিবাজদের মোকাবিলা করার জন্যই আপনারা মোদীকে দিল্লি পাঠিয়েছেন।' তিনি আরও বলেন, 'ছত্তিশগড়ে যারা লুটপাট চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে প্রতিটি টাকার হিসাব নেওয়া হবে। ছত্তিশগড়ের দুর্নীতিগ্রস্ত সরকার একের পর এক কেলেঙ্কারির মাধ্যমে আপনাদের আস্থা ভেঙেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই ধরনের কেলেঙ্কারির বিরুদ্ধে কঠোর তদন্ত করা হবে। যারা আপনাদের লুট করেছে তাদের জেলে পাঠানো হবে।'
আরও পড়ুন: এক-দুই নয়, আগামী পাঁচ বছরের জন্য দেশের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা মোদীর
উল্লেখ্য, মহাদেব বেটিং অ্যাপ নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। এই অ্যাপের মালিকের বিলাসবহুল বিয়ে থেকে শুরু করে বলিউড তারকাদের যোগ চোখ কপালে তুলছিল। এরই মাঝে গতকাল ইডির তরফে দাবি করা হয়, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা। জানা গিয়েছে, এই মামলায় সম্প্রতি অসীম দাস এবং ভিম সিং যাদব নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ইডি জানায়, বৃহস্পতিবার রায়পুরের এক হোটেল থেকে ৫.৩৯ কোটি নগদ উদ্ধার করে পুলিশ। গত তিন, চার মাসে এই নিয়ে ইডি চতুর্থ জনকে গ্রেফতার করল এই মামলায়। এখনও পর্যন্ত ৪৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। আর এই মামলাতেই নাম জড়িয়েছে ভূপেশ বাঘেলের। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভূপেশ বাঘেল।