মধ্যপ্রদেশের জমিতে ক্রমেই বাড়ছে ভোট উত্তাপ। এই আবহে নিজেদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের নাম সেই তালিকায় স্বভাবতই ছিল। তবে সঙ্গে ছিল বেশ চমক। বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে লড়াই করার জন্য টিভি অভিনেতা বিক্রম মসতলকে টিকিট দিয়েছে কংগ্রেস। ২০০৮ সালে সম্প্রচারিত আনন্দ সাগরের 'রামায়ণ'-এ 'হনুমান'-এর চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রম। বুধনি আসন থেকে শিবরাজের বিরুদ্ধে লড়বেন বিক্রম। গতবার এই আসন থেকে ৫৮ হাজার ভোটে জিতেছিলেন শিবরাজ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অরুণ যাদবকে এই আসনে হারিয়েছিলেন শিবরাজ। (আরও পড়ুন: এবার আসছে 'APAAR', ইস্যু হবে স্কুল পড়ুয়াদের নামে, কী হবে এই নয়া কার্ডে?)
চলতি বছরের জুলাই মাসেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন টিভির পর্দার 'হনুমান' বিক্রম মসতল। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের উপস্থিতিতেই হাত শিবিরের সঙ্গে হাত মিলিয়েছিলেন বিক্রম। সম্প্রতি আদিপুরুষ বিতর্কে মুখ খুলেছিলেন বিক্রম। প্রভাসের সিনেমায় হনুমানের সংলাপ নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি। তিনি দাবি করেছিলেন, এই ধরনের সংলাপ মানুষের ভাবাবেগে আঘাত করেছে। তিনি বলেছিলেন, 'ভারতীয় সংস্কৃতির এই চিত্রই কি বিশ্বের সামনে তুলে ধরতে চান আপনারা? এই রায়ামণে হনুমানজিকে যেমন ভাবে দেখা হয়েছে, আসলেই যদি তিনি তেমন হতেন, তাহলে কি আমরা মন্দিরে তাঁকে পুজো করতে যেতাম? এটা স্পষ্ট যে শুধুমাত্র আর্থিক ভাবে লাভবান হতেই এই সিনেমা তৈরি করা হয়েছে। আমি চাই যাতে সিনেমা নির্মাতা এই সংলাপ বদল করেন।' এদিকে রামায়ণ টিভি সিরিজ ছাড়া আরও বেশ কয়েকবার পর্দায় দেখা গিয়েছে বিক্রমরে। ২০২২ সালে 'টপ গিয়ার' নামক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এদিকে ২০১৭ সালে 'ব্যাটেল অফ সরাগ্রহি' এবং ২০২০ সালে 'আশ্রম' ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।
এদিকে সব মিলিয়ে রবিবার কংগ্রেস ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মধ্যে জেনারেল শ্রেণির ৪৭ জন প্রার্থী রয়েছেন। ওবিসি শ্রেণির ৩৯, তফশিলি উপজাতি শ্রণির ৩০, তফশিলি জাতির ২২ জন প্রার্থী রয়েছেন তালিকায়। তাঁদের মধ্যে ১ জন মুসলিম প্রার্থী আছেন। এছাড়া ১৯ জন মহিলা রয়েছেন এই তালিকায়। প্রার্থীদের মধ্যে ৬৫ জনের বয়স ৫০ বছরের নীচে। এদিকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের ছেলে জয়বর্ধন সিংকে টিকিট দিয়েছে কংগ্রেস। এদিকে বিজেপি এখনও পর্যন্ত ১৩৬টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রসঙ্গত, আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এর ফল প্রকাশ হবে আগামী ৩ ডিসেম্বর।