বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Manifesto: কংগ্রেসের ইস্তেহার নাকি মিথ্যের ঝাঁপি! মধ্যপ্রদেশে তীব্র কটাক্ষ বিজেপির

Manifesto: কংগ্রেসের ইস্তেহার নাকি মিথ্যের ঝাঁপি! মধ্যপ্রদেশে তীব্র কটাক্ষ বিজেপির

মধ্য়প্রদেশের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস।(PTI Photo) (PTI)

কংগ্রেসের ইস্তেহার প্রসঙ্গে বিজেপি নেতা তথা মুখ্য়মন্ত্রী শিবরাজ চৌহান জানিয়েছেন, এটা কংগ্রেসের ইস্তেহার নয়, এটার পুরোটাই মিথ্যে। পাঁচ বছর আগে তারা ৯০০টা প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্য়ে ৯টাও মেটায়নি।

মধ্যপ্রদেশে কংগ্রেসের ইস্তেহার নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন মুখ্য়মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ চৌহান। তাঁর সাফ কথা, এটা ইস্তেহার নয়, পুরোটাই মিথ্য়ে। সংবাদ সংস্থা এএনআইয়ের সামনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত মঙ্গলবার কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে ১০১টি প্রতিশ্রুতি রয়েছে। আর তা নিয়েই তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের।

মধ্য়প্রদেশে জমে উঠেছে ভোটের লড়াই। একদিন শিবরাজ চৌহান। আর অন্যদিকে কংগ্রেসের কমল নাথ। বিনা যুদ্ধে এক ইঞ্চি রাজনৈতিক জমি কেউ কাউকে ছাড়তে নারাজ। বাগযুদ্ধও চলছে চরমে।

কংগ্রেসের ইস্তেহার প্রসঙ্গে বিজেপি নেতা তথা মুখ্য়মন্ত্রী শিবরাজ চৌহান জানিয়েছেন, এটা কংগ্রেসের ইস্তেহার নয়, এটার পুরোটাই মিথ্যে। পাঁচ বছর আগে তারা ৯০০টা প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্য়ে ৯টাও মেটায়নি। কবে যুবকরা ৪০০০ টাকা করে বেকারভাতা পাবেন? গাদা গাদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবটাই মিথ্যে। ফের আবার মিথ্য়ে কথা বলছে কংগ্রেস।

সেই সঙ্গেই মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, জনগণ এই সব মিথ্য়ে কথায় বিশ্বাস করে না।কারণ তারা জানেন বিজেপি যা বলে সেটাই করে। এমনকী মুখ্য়মন্ত্রী লাডলি যোজনার প্রতিশ্রুতি আগে না দেওয়া হলেও তার পূরণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, কংগ্রেসের সত্যিটা ঠিক কী সেটা ভালোই জানেন সাধারণ মানুষ।

তবে বিজেপির এই অভিযোগের পালটা দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ জানিয়েছেন, আমাদের ইস্তেহার আমাদের প্রতিশ্রুতিপত্র। এটা কমল নাথ পূরণ করবেন।

তিনি জানিয়েছেন, আমাদের ইস্তেহার আমাদের প্রতিশ্রুতিপত্র। কমল নাথ সেই প্রতিশ্রুতি পূরণ করবেন। মুখ্য়মন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। তবে সাধারণ মানুষ কিন্তু বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ করেন। গত ২০ বছরে বিজেপি অন্তত চারটি ইস্তেহার দিয়েছে। যদি সবগুলি একসঙ্গে ধরা হয় তবে ৯০-৯৫ শতাংশ পূরণ করা হয়নি।

কংগ্রেস নেতৃত্বের দাবি , যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে তারাই এখন কংগ্রেসকে দোষারোপ করছে। এটা আমরা সহ্য করব না। এবার মধ্যপ্রদেশের মানুষ কোনও ভুল করবেন না।

 

ভোটযুদ্ধ খবর

Latest News

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ জওয়ানকে নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের, থানায় দায়ের FIR তৃণমূল নেতাকে কোপ রক্তাক্ত আরামবাগ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব কল্যাণ কাজের চাপ একটু ভুলে থাকুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন একদম মনের আনন্দে T20 WC 2024-এর আগে রোহিতদের সতর্ক করলেন রায়না, হার্দিকের ফর্ম নিয়েও মুখ খুললেন ত্রিকোণ প্রেমে রণবীর-আলিয়া-ভিকি! লাভ অ্যান্ড ওয়ার নিয়ে বড় আপডেট বনশালির 'BJP এজেন্টের গায়ে হাত দিলে...', সুর চড়ালেন লকেট, রচনাকে আহ্বান বিজেপিতে 'কেউ বেঁচে নেই', অবশেষে খোঁজ মিলল ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারের হোটেলে হানা দিয়ে উদ্ধার বিপুল টাকা, অভিযুক্ত বিজেপি নেতা অগ্নিমিত্রা ঘনিষ্ঠ ‘‌মহিলাদের উচিত ওঁকে ঝাঁটা দিয়ে পেটানো’‌, এবার অভিজিৎকে নিশানা করলেন দেবাংশু আজ ভোট বাংলার ৭ আসনে, ২০২১ সালের নিরিখে আসন ধরে ধরে কোথায় এগিয়ে BJP, TMC?

Latest IPL News

T20 WC 2024-এর আগে রোহিতদের সতর্ক করলেন রায়না, হার্দিকের ফর্ম নিয়েও মুখ খুললেন MI ছাড়ছেন রোহিত? ভক্তদের হার্টবিট বাড়িয়ে দিল হিটম্যানের পোস্ট, শুরু জল্পনা ভারতের তরুণ ওপেনারকে বল করতে ভয় পাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স! সঞ্জুদের কপাল পোড়াল বৃষ্টি, ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে RR যারা আমাদের দেখে হাসছিল, তাদের জন্য… সমালোচকদের জবাব দিলেন RCB-র মহিলা ক্রিকেটার বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.