বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Accident in Abhishek's Rally: ঝড়বৃষ্টির তাণ্ডবের মাঝে অভিষেকের সভায় দুর্ঘটনা! গুরুতর আহত ১

Accident in Abhishek's Rally: ঝড়বৃষ্টির তাণ্ডবের মাঝে অভিষেকের সভায় দুর্ঘটনা! গুরুতর আহত ১

  • জানা গিয়েছে, ওই আহত শ্রমিকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে স্থানীয় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন।
1/5 পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শিয়রে ভোট। তার আগে জোরকদমে চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। এদিন নদিয়ায় অভিষেকেক নবজোয়ার কর্মসূচিতে ঝড় বৃষ্টিতে ত্রিপলের শেড ভেঙে পড়ে আহত হন বেশ কয়েকজন। গুরুতর আহত হন এক শ্রমিক। নদিয়ার বাদকুল্লায় অনামি সংঘের মাঠে ওই ঘটনা ঘটে যায়। 
2/5 জানা গিয়েছে, ওই আহত শ্রমিকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে স্থানীয় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন।
3/5 শুক্রবার বিকেলের দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল ঝড়বৃষ্টি দেখা দেয়। নদিয়াতেও বিকেলের দিকে ঝড়ের প্রভাব থাকে। এদিকে, ঝড়ের প্রভাবে লন্ডভন্ড পরিস্থিতি হয় নদিয়ার বাদকুল্লায়। সেখানে সভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  (ঘটনাস্থলের ছবি।)
4/5 বৃষ্টি থামতেই সভাস্থলে অভিষেককে আনার তোড়জোড় শুরু হয়। কীভাবে দলীয় সাংসদকে সেখানে আনা হবে, বা ত্রিপলে জমে থাকা জল কীভাবে সাফ করা হবে তা নিয়ে চলে আলোচনা। তখনই সভাস্থলে প্যান্ডেলের মাথায় উঠে এক শ্রমিক জল সরিয়ে ফেলার কাজ করছিলেন। সেই সময়ই তিনি পা পিছলে পড়ে গিয়ে আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
5/5 একটি সূত্রের দাবি, ত্রিপল ছিড়ে গিয়ে ঘটে বিপত্তি। উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটেছে। আবহাওয়ার এমন এই পরিস্থিতিতে সামনে পঞ্চায়েত ভোটকে রেখে কীভাবে তৃণমূল নেতারা এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন তার দিকে তাকিয়ে সব মহল।

আরও ছবি