বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ‘‌আমি আগে কখনও এত শান্তিপূর্ণভাবে ভোট দিইনি’‌, বললেন মিঠুন চক্রবর্তী

‘‌আমি আগে কখনও এত শান্তিপূর্ণভাবে ভোট দিইনি’‌, বললেন মিঠুন চক্রবর্তী

কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র ভোট দিলেন অভিনেতা–রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী।

তাঁর বুথ নম্বর ২৪৭। শুভক্ষণ বিয়েবাড়িতে ভোট দেন তিনি। তাঁর সঙ্গে ছিল বিশাল নিরাপত্তা বাহিনী।

ভোট–অষ্টমীর সকালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র ভোট দিলেন অভিনেতা–রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। তাঁর বুথ নম্বর ২৪৭। শুভক্ষণ বিয়েবাড়িতে ভোট দেন তিনি। তাঁর সঙ্গে ছিল বিশাল নিরাপত্তা বাহিনী। ভোট দিয়ে বেরিয়ে সকলের উদ্দেশ্যে ‘মহাগুরু’র বার্তা, ‘‌ভালভাবে ভোট দিন, ওটা আপনার অধিকার।’‌

এই তারকা অভিনেতা একসময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। তারপর বিজেপির পালে হাওয়া লাগতেই তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। একাধিক সভা–সমাবেশে তিনি অংশগ্রহণ করেন। তিনি একুশের নির্বাচনে প্রার্থী না হলেও পদ্মশিবিরের একাধিক প্রার্থীর হয়ে রোড–শো থেকে জনসভা করেছেন। এমনকী করোনা পরিস্থিতিতে বড় জমায়েত করে নির্বাচন কমিশনের নজরে পড়েছিলেন।

বৃহস্পতিবার তিনি ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘‌আমি আগে কখনও এত শান্তিপূর্ণভাবে ভোট দিইনি। এই শান্তিতে ভোট দেওয়ার জন্য সমস্ত নিরাপত্তা কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’‌ ভোট দিয়ে তাঁর ভাল লেগেছে সে কথাও জানিয়েছেন মিঠুন। আজ অষ্টম দফার ভোট। এটাই শেষ দফার ভোট। মিঠুন চক্রবর্তী বরাবরই উত্তর কলকাতার মানুষ বলেই পরিচিত। তাই উত্তর কলকাতার ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

বন্ধ করুন