বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > তৃণমূলের ‘‌কেমিক্যাল মেশানো’‌ ফুলের ঘায়ে ফোস্কা পড়ল রূপা গঙ্গোপাধ্যায়ের গলায়!‌

তৃণমূলের ‘‌কেমিক্যাল মেশানো’‌ ফুলের ঘায়ে ফোস্কা পড়ল রূপা গঙ্গোপাধ্যায়ের গলায়!‌

‘‌পরিবর্তন যাত্রা’‌র রথে বিজেপি নেত্রী তথা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। ছবি সৌজন্য : টুইটার

পাল্টা রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ বলেন, ‘‌সম্পূর্ণ বানানো গল্প। প্রচারের আলোয় আসার জন্য এই সব করছেন তিনি।’‌

ফুলে কেমিক্যাল!‌ আর তাতে আক্রান্ত বিজেপি নেত্রী তথা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, ওই কেমিক্যালে তাঁর গলায় ক্ষত হয়েছে। শনিবার কেতুগ্রাম থেকে ‘‌পরিবর্তন যাত্রা’‌র রথে মঙ্গলকোট যাচ্ছিলেন তিনি। সে সময়ই তাঁর ওপর ওই কেমিক্যাল মেশানো ফুল ছোঁড়া হয় বলে অভিযোগ রূপার। তিনি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। যদি তৃণমূলের দাবি, এটা ‘‌সম্পূর্ণ বানানো গল্প’‌।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার ‘‌পরিবর্তন যাত্রা’‌র রথে যাওয়ার সময় মঙ্গলকোটে রাত ১০টা নাগাদ কেউ একজন রাস্তার ধার থেকে ফুল ছুঁড়েছিল। সেটি তাঁর গলার নীচে লাগে। অভিযোগ, তখনই রূপা গঙ্গোপাধ্যায়ের গলার একাংশ জ্বলে ওঠে। তার পরই তিনি অভিযোগ এনেছেন, ওই ফুলে কোনও ক্ষতিকারক কেমিক্যাল মেশানো ছিল। আর তার জেরে ফোস্কা পড়ে যায় তাঁর গলায়।

তবে এ ঘটনায় মঙ্গলকোট থানা বা রাজ্য পুলিশের অন্যত্র কোনও অভিযোগ দায়ের করেননি বিজেপি নেত্রী। শনিবার রাতে ঘটনার কথা অবশ্য তখনই জানা যায়নি। পরের দিন, অর্থাৎ রবিবার রাতে কালনার হাটসিমলা গ্রামে এক প্রকাশ্য সভায় এই অভিযোগ সামনে আনেন রূপা। তিনি এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে জানান, তৃণমূলের পক্ষ থেকে কোনও কিছুই আটকানো যাচ্ছে না। তাই এখন ফুলে কেমিক্যাল মিশিয়ে তাঁকে আক্রমণ করা হচ্ছে।

রবিবার কালনার সভা থেকে রূপা গঙ্গোপাধ্যায় অভিযোগ করে বলেন, ‘‌ওই ফুলের মধ্যে কিছু একটা মেশানো ছিল। হয়তো কোনও কেমিক্যাল। ঠিক কী আমি তা জানি না। আমি যেহেতু মুখটা নীচু করে ছিলাম, তাই মুখে না পড়ে আমার গলায় লাগে ওই ফুল। সেখানে ফোস্কা পড়ে গিয়েছে।’‌ এর পাল্টা রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ বলেন, ‘‌সম্পূর্ণ বানানো গল্প। প্রচারের আলোয় আসার জন্য এই সব করছেন তিনি।’‌ তাঁর অভিযোগ, ‘বিজেপি–র লোকজনই তো ফুল ছুঁড়ছে পথচারীদের ওপর।’‌

বন্ধ করুন