বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > চাকদহ বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

চাকদহ বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

১৭ এপ্রিল চাকদহে ভোটগ্রহণ। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)

১৭ এপ্রিল চাকদহে ভোটগ্রহণ।

Chakdaha assembly seat constituency candidates profile of BJP Bankim Chandra Ghosh, TMC Subhankar Singha, Congress-CPIM Narayan Dasgupta

এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন শুভঙ্কর সিং। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন বঙ্কিমচন্দ্র ঘোষ। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের নারায়ণ দাশগুপ্ত।

চাকদহ নদিয়ার একটি প্রাচীন জনপদ। পুরাণে কথিত আছে, ভাগীরথী নদী (গঙ্গা) আনয়নকালে প্রবল বর্ষনের কারণে ভগীরথের রথের চাকা এখানে বসে যায়। তিনি সেই চাকা টেনে তোলেন ও প্রকাণ্ড দহের সৃষ্টি হয়। সেই থেকে নাম হয় 'চক্রদহ'। কালক্রমে তা চাকদহ বা চাকদা'তে পরিণত হয়েছে। চাকদহের নিকট পালপাড়ায় (অতীতে প্রদ্যুম্ননগর) একটি টেরাকোটা মন্দির বর্তমান। চাকদহের কাজিপাড়ায় প্রথম বিলাতগামী বাঙালি মির্জা শেখ ইতেশামুদ্দীনের (এহতেশামুদ্দিন) বসতবাড়ি ও জন্মস্থানটি জীর্ণপ্রায়। এটি কাজিপাড়া মসজিদ নামে খ্যাত।

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, চাকদহ বিধানসভা কেন্দ্রটি চাকদহ পৌরসভা, চান্দুরিয়া-১, দুবরা, ঘেটুগাছি, রাউতারি, শিলিন্দা-১, শিলিন্দা-২, তাতলা-১ এবং তাতলা-২ গ্রাম পঞ্চায়েতগুলি চাকদহ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত।চাকদহ বিধানসভা কেন্দ্রটি ১৩ নম্বর রানাঘাট লোকসভা কেন্দ্রের (তফসিলি জাতি) অন্তর্গত। এই কেন্দ্রটি আগে নবদ্বীপ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী রত্না ঘোষ কর জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের বিশ্বনাথ গুপ্তকে ২৩,৬৫৩ ভোটে পরাজিত করেছিলেন তিনি। রত্না ঘোষ করের প্রাপ্ত ভোট ছিল ৯৪,২৪১৷  দ্বিতীয় স্থানের সিপিএম প্রার্থী বিশ্বনাথ গুপ্তর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭০,৫৮৮৷ ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নরেশচন্দ্র চাকী তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিএমের বিশ্বনাথ গুপ্তকে পরাজিত করেছিলেন।

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের মলয়কুমার সামন্ত চাকদহ কেন্দ্র থেকে জয়ী হন। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের নরেশচন্দ্র চাকীকে পরাজিত করেন তিনি। ২০০১,[১৩] ১৯৯৬ ও ১৯৯১ সালে সিপিএমের সত্যসাধন চক্রবর্তী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের গৌরীশংকর দত্ত, সুকুমার সরকার ও সুকুমার রায়কে পরাজিত করেন। ১৯৮৭ ও ১৯৮২ সালে সিপিএমের সুভাষ বসু কংগ্রেসের শান্তনু ভৌমিক ও নরেন্দ্রনাথ সরকার উভয়কেই পরাজিত করেন। ১৯৭৭ সালে নির্দলের বিনয়কুমার বিশ্বাস কংগ্রেসের শরদিন্দু বিশ্বাসকে পরাজিত করেন।১৯৭২ সালে কংগ্রেসের হরিদাস মিত্র এই আসনে জয়ী হন। ১৯৭১ সালে সিপিআএমের সুভাষচন্দ্র বসু জয়ী হয়েছিলেন।১৯৬৯ সালে বাংলা কংগ্রেসের সুবলচন্দ্র মণ্ডল এই আসনে জয়ী হন। তার আগে ১৯৬৭ সালে বাংলা কংগ্রেসের এইচ.মিত্র জয়ী হয়েছিলেন।১৯৬২ সালে কংগ্রেসের শান্তি দাস জয়ী হন। ১৯৫৭ সালে পিএসপি-র সুরেশচন্দ্র বন্দোপাধ্যায় এই আসন জেতেন। ১৯৫১ সালে চাকদহ কেন্দ্রটি ছিল না।

ভোটযুদ্ধ খবর

Latest News

ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী ‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড় স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে

Latest IPL News

টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.