সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবর। এক, দুই নয়, যশ রাজ ফিল্মসের তরফে আসতে এক্কেবারে ট্রিপল ধামাকা। ভাবছেন তো কিন্তু হচ্ছেটা কী! YRF- আনতে চলেছেন তাঁদের ব্লকবাস্টার স্পাই ইউনিভার্সের ওয়ার-এর দ্বিতীয় পার্ট, অর্থাৎ ওয়ার-২ আসছে। আর সেখানেই নাকি একসঙ্গে দেখা যাবে শাহরুখ, সলমন ও হৃত্বিককে। তাহলে বুঝতেই পারছেন, কতটা চটকদার হতে চলেছে ওয়ার-২।
ওয়ার-এ কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন হৃত্বিক রোশন। আর War-2 তে এবার থাকবে টাইগার, পাঠান, আর কবীর। একটি সূত্র জানাচ্ছে, ‘ওয়ার-২র মহরত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চলতি মাসেই ছবির শুটিং শুরু করতে পারেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। যদিও হৃতিক রোশন এই মুহূর্তে ‘ফাইটার’-এর জন্য ইতালিতে রয়েছেন, তবে হৃত্বিক শীঘ্রই ওয়ার 2-এর শুটিং শুরুর জন্য দেশে ফিরতে পারেন। আবার জুনিয়র NTR-এর হাত ধরেও শুটিং শুরু হতে পারে। কিয়ারা আডবানিকেও এই অ্যাকশন-থ্রিলারের জন্য নায়িকার চরিত্রে নেওয়া হতে পারে।’
আরও পড়ুন-'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
আরও পড়ুন-আপনিই 'টলিউডের শাহরুখ খান', শুনে কী বললেন প্রসেনজিৎ?
আরও পড়ুন-বিয়ে ভাঙছে ইন্দ্রাশিসের? স্ত্রী সৌরভীর সঙ্গে দূরত্ব নিয়ে মুখ খুললেন অভিনেতা
আরও পড়ুন-'দয়া করে বিশ্বকাপের টিকিট চাইবেন না, বাড়ি থেকে খেলা দেখুন, বন্ধুদের বললেন বিরাট-অনুষ্কা
ওই সূত্র সংবাদ মাধ্যমকে আরও জানান, ‘ওয়ার-২ বেশ কয়েকটি কারণে চটকদার হতে চলেছে, এটি কিন্তু অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় YRF স্পাই ইউনিভার্সের প্রথম ছবি হতে চলেছে যা তিন মেগাস্টারকে একসঙ্গে পর্দায় আনবে। অর্থাৎ টাইগার, পাঠান, কবির ইউনিয়নকে একসঙ্গে পর্দায় War-2-তে দেখা যাবে।’
প্রসঙ্গত, এর আগে হৃত্বিক রোশন অভিনীত ওয়ার ছবিটি পরিচালনা করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। টাইগার শ্রফ এই ছবিতে অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও ছিলেন বাণী কাপুর, আশুতোষ রানা ও অনুপ্রিয়া গোয়েঙ্কারা। শাহরুখ খানের পাঠান (২০১৩) আসার আগ পর্যন্ত এটাই ছিল সবথেকে বেশি আয়কারী হিন্দি ছবি। যদিও শাহরুখের 'পাঠান', ‘জওয়ান’ এসে সব হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে আবার দীপাবলিতে আসছে সলমন খান-ক্যাটরিনা কাইফের টাইগার থ্রি।