অভিজিৎ ভট্টাচার্য যেন বিতর্কের আরেক নাম। তিনি হামেশাই নানা বিতর্কিত মন্তব্য করে বসেছেন। এদিনও তিনি তেমন কিছুই বেফাঁস কথা বলে বসেন যা নিয়ে শুরু হয়েছে চর্চা। নাম না করে জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনকে নিয়ে মন্তব্য করেছেন।
জয়া এবং অমিতাভকে নিয়ে কী বললেন অভিজিৎ?
কিছুদিন আগে অভিজিৎ ভট্টাচার্য একটি সাক্ষাৎকারে বলেছেন যে বলিউডে নাকি কোনও দেশ ভক্ত নেই। একই সঙ্গে বলেছেন যে অনেকে আবার মিথ্যে দেশভক্তি দেখান। আর এই মিথ্যে দেশভক্তি প্রসঙ্গে কথা বলতে গিয়েই নাম না করে কটাক্ষ করেন জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনকে। বলেন, 'রাম লালাকে দেখতে স্বামী যায়। আর বিরোধী দলের হয়ে সংসদে বসে ভুলভাল মন্তব্য করেন স্ত্রী।'
হ্যাঁ বক্তব্যে কারও নাম করেননি তিনি। তবে কাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন তিনি সেটা কারও বুঝতে অসুবিধা হয়নি। দুইয়ে দুইয়ে সহজেই চার করেছেন সকলে। আসলে রাম মন্দির উদ্বোধন হয় যখন তখন অমিতাভ বচ্চন সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁর সঙ্গে সেখানে যাননি জয়া বচ্চন। ছিলেন ছেলে অভিষেক। অযোধ্যার কাছে জমিও কিনে ফেলেছে। বিগ বি। এবার সেই কথাকেই নিজের বক্তব্যে টেনে আনলেন অভিজিৎ ভট্টাচার্য।
আরও পড়ুন: 'রাম' অরুণ গোভিল এবার দশরথ! সঙ্গী 'কৈকেয়ী' লারা দত্ত, প্রকাশ্যে নীতীশ তিওয়ারির রামায়ণের সেটের ছবি
আরও পড়ুন: ফের করণের নিশানায় বলিউড! নাম না করে কার উদ্দেশ্য লিখলেন, 'এটা বক্স অফিস, ইনস্টাগ্রাম রিল নয়'
কে কী বলছেন?
অভিজিৎ নিজে বাঙালি হয়ে আরেক বাঙালিকে নিয়ে এমন মন্তব্য করেছেন দেখে অনেকেই বেজায় ক্ষুব্ধ হয়েছেন। কেউ লেখেন, 'গান গেয়ে প্রচার পাওয়া যাচ্ছে না। তাই এসব বলে লাইম লাইটে থাকতে চাইছে।' কেউ আবার লেখেন, 'কেউ আবার লেখেন ' কী বলে কেন বলে নিজেই জানেন না।'