বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev: ‘দেব তুমি মাটির মানুষ’! প্রচারের ফাঁকে কর্মীর বাড়ি গিয়ে কাগজের কাপে চা খেল দেব

Dev: ‘দেব তুমি মাটির মানুষ’! প্রচারের ফাঁকে কর্মীর বাড়ি গিয়ে কাগজের কাপে চা খেল দেব

কাগজের কাপে চা খাচ্ছেন দেব।

Deepak Adhikary: ভোটের আগে ভাইরাল দেবের ভিডিয়ো! হাতে কাগজের চায়ের কাপ নিয়ে দেখা গেল অভিনেতাকে। তৃতীয়বার ঘাটাল থেকে প্রার্থী হয়েছেন তিনি তৃণমূলের টিকিটে।

চেয়েছিলেন রাজনীতি ছাড়তে। ইস্তফাও দিয়েছিলেন। তবে তা আর হয়ে ওঠেনি। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের কিছু আপডেট পেতেই, বদলেছিলেন সিদ্ধান্ত। সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, ‘আমি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি আমায় ছাড়বে না।’ আর ব্রিগেড থেকে গত রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য দেবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে, খুশিও হয়েছিলেন অনেকে। বর্তমানে সিনেমার কাজকে একটু স্থগিত রেখে, দেখা যাচ্ছে তাঁকে প্রচারে। 

আরও পড়ুন: পার্টি কিংবা বিয়েবাড়ি, শুধু উপস্থিতিই যথেষ্ঠ! তাতেই নাকি লক্ষ টাকা পেয়ে যান ওরি! আয় কত হয়?

ভোটের আগে ভাইরাল হয়ে গেল অভিনেতার একটি ভিডিয়ো। প্রচারের ফাঁকে কর্মীদের সঙ্গে এক কর্মীর বাড়িতেই চা খেতে দেখা গেল তাঁকে। মাথায় কালো টুপি। হাসি মুখে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সকলের সঙ্গে চা খাচ্ছেন তিনি। সামনে এক মহিলাকেও দেখা গেল এক ঝলক। এই ভিডিয়ো প্রকাশ পেতেই হইচই পড়ে গিয়েছে প্রশংসায় ভরাল তাঁর অনুরাগীরা। যদিও কেউ কেউ আবার মন্তব্য করলেন, সবই প্রচারের জন্য ‘নাটক’।

একজন কমেন্টে লিখেছেন, ‘দেব তুমি সত্যিই মাটির মানুষ। এভাবেই কাজ করে যাও। সিনেমা দিয়ে নয় শুধু, তোমার মিষ্টি ব্যবহার দিয়েও জায়গা করেছ আমাদের মনে।’ আরেকজন লিখলেন, ‘দেব সেরা, সেটা বারবার প্রমাণ হয় এভাবেই’। 

তবে কটাক্ষ করার সুযোগও ছাড়েননি অনেকে। একজন লিখেছেন, ‘লোকের বাড়িতে ঢুকে খাওয়ার স্বভাবটা নেতাদের গেল‌ না।’ আরেকজন লিখলেন, ‘ভোটের আগে এরা আর কত কী করবে। সবে তো শুরু।’

দেবের বিরুদ্ধে বিজেপির হয়ে ঘাটাল কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সরাসরি না হলেও বহুবার সংবাদ মাধ্যমে নিজেদের মধ্যে বাক বিতণ্ডায় জড়িয়েছেন এই দুই অভিনেতা। দেবের বিরুদ্ধে ‘দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ’ তুলে চলেছেন সেই কবে থেকেই।

গত বছর রুক্মিণীর সঙ্গে বিদেশে বেড়াতে যান দেব তা নিয়েও কটাক্ষ করেছিলেন হিরণ। বলেছিলেন, ‘সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব। সাংসদ হিসাবে যা কাজ হবে, তার থেকে কাটমানিও নেব। গোরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। সেসব দিয়ে তারপর আমি সিনেমা করব। আর গার্লফেন্ডকে নিয়ে ঘুরতে যাব মলদ্বীপে। ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে।’

আরও পড়ুন: এক ফ্রেমে পিতা-পুত্র! ‘লাহোর ১৯৪৭’ এর হাত ধরে বলিউডে পা রাখছেন সানি পুত্র করণ

এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছিলেন দেবও। হিরণের মন্তব্যে দেব জানান, ‘হিরণ আমার ভালো বন্ধু, ওকে কিছু বলার নেই। রাজনীতির দিক থেকে আবেগপ্রবণ হয়ে হয়তো বলে ফেলেছে। আর আমার গার্লফ্রেন্ডকে এসবে জড়ানো মানে মহিলাদের অপমান করা। বাড়িতে ঢুকো না।’

কাজের সূত্রে, এরপর দেবকে দেখা যাবে খাদান ও টেক্কা সিনমাতে। দুটো প্রোজেক্ট নিয়েই উন্মাদনা তাঁর ভক্তদের মধ্যে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

ধর্মীয় অপরাধের শাস্তি! সুখবীর সিং বাদলকে মাজতে হবে বাসন, পরিষ্কার করতে হবে জুতো শনি-মঙ্গল একসঙ্গে গঠন করছে ষড়ষ্টক যোগ, এই ৩ রাশির খুলবে আয়ের নতুন উৎস IPLর আগে রাসেলকে প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির… বলা হয় রিলিজ নিতে! কি বলেন রাসেল? রকেট রেডি, মানুষ নিয়ে মহাকাশে যাবে ভারতের গগনযান, থাকবে কতদিন, কবে অভিযান? মমতাকে ‘অসাম্প্রদায়িক’ ভাবতাম, এখন দেখছি….! রাগে চিড়বিড় করছেন বাংলাদেশি নেতারা মর্মান্তিক! সৈকতে বসে যোগা করছিলেন, ঢেউ এসে টেনে নিয়ে গেল, তলিয়ে গেলেন অভিনেত্রী বুড়ো হাড়ে ভেল্কি! ৪০-এও ফুল ফিট ডুপ্লেসি! আবু ধাবি T10-এ একহাতে নিলেন ক্যাচ… ইলন মাস্কের সংস্থাকে সুবিধা করে দিতে নিরাপত্তা বিধি শিথিল করবে ভারত? বাংলাদেশে UN সেনা পাঠানোর সওয়াল মমতার, রাজনীতি করবেন না, পালটা ইউনুসের উপদেষ্টা ‘আমাকেই ফিরতে হচ্ছে…’ হোর্ডিংয়ের ছবি দেখে চমকে গেল নাগপুর, CM ধাঁধা মহারাষ্ট্রে

IPL 2025 News in Bangla

IPLর আগে রাসেলকে প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির… বলা হয় রিলিজ নিতে! কি বলেন রাসেল? বুড়ো হাড়ে ভেল্কি! ৪০-এও ফুল ফিট ডুপ্লেসি! আবু ধাবি T10-এ একহাতে নিলেন ক্যাচ… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.