বাংলা নিউজ > বায়োস্কোপ > Joyjeet: বন্দে ভারতে চড়ে হতাশ জয়জিৎ! ছেলেকে নিয়ে অরিজিতের কনসার্ট দেখতে উত্তরবঙ্গে অভিনেতা

Joyjeet: বন্দে ভারতে চড়ে হতাশ জয়জিৎ! ছেলেকে নিয়ে অরিজিতের কনসার্ট দেখতে উত্তরবঙ্গে অভিনেতা

উত্তরবঙ্গে জয়জিৎ

Arijit Singh: বন্দে-ভারতের সিট নাকি শক্ত! প্রথমবার বন্দে ভারত চড়ে পিঠ ব্যাথা জয়জিতের। ছেলেকে নিয়ে অরিজিৎ সিং-এর কনসার্ট দেখতে শিলিগুড়ি পৌঁছেছেন অভিনেতা।

এক ঢিলে দুই পাখি মারতে ছেলেকে নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গে হাজির জয়জিৎ। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসছে অরিজিৎ সিং-এর কনসার্ট। সেই কনসার্ট দেখতেই উত্তরবঙ্গে হাজির হয়েছেন বাংলা টেলিভিশনের এই পরিচিত মুখ। পাশাপাশি বন্দে ভারতে চড়ার শখ পূরণও ছিল তাঁর লক্ষ্য, কিন্তু বন্দে ভারত চড়ে খানিক হতাশ হয়েছেন অভিনেতা।

এদিন সকালে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এবং বন্দে ভারতের ভিতরে বসে ছেলের সঙ্গে দুটি সেলফি পোস্ট করেছেন অভিনেতা। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘বাপ ব্যাটার হাওয়া বদল। হ্যাঁ শুধুমাত্র বাপ ব্যাটার।’ তবে তাঁদের ‘হাওয়া-বদল’-এর পরিকল্পনা ফেসবুকে জাহির করেননি। সেই ধোঁয়াশা অবশ্য জিইয়ে রাখেননি তিনি। এক সংবাদমাধ্যমকে অভিনেতা ফাঁস করেন ছুটির পরিকল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়িতে অরিজিৎ সিংহের কনসার্ট দেখবেন জয়জিৎ এবং তাঁর পুত্র যশোজিৎ। রাজ চক্রবর্তীর 'অ্যাডভেঞ্চারস অফ জোজো'-তে লিড রোলে অভিনয় করেছিলেন জয়জিৎ পুত্র, তাই দর্শকমহলে যথেষ্ট পরিচিত সে।

অরিজিতের অন্ধ ভক্ত যশোজিৎ, তবে ফেব্রুয়ারি মাসে কলকাতা কনসার্টে তাঁর যাওয়া হয়নি বোর্ডের পরীক্ষার জন্য। এখন আইসিএসসি শেষ, তাই আবদার করে বাবার সঙ্গে প্রিয় গায়কের কনসার্ট দেখতে উত্তরবঙ্গে হাজির সে। ছেলের ইচ্ছেপূরণ করতে পেরে খুশি জয়জিৎ। গতবার পরীক্ষার জন্য শত আবদার সত্ত্বেও অরিজিতের কনসার্টে নিয়ে যাননি যশোজিৎকে, এবার আর ছাড়ে পেলেন না। পাশাপাশি অভিনেতা বলেন,'বন্দে ভারত এক্সপ্রেসেও চড়া বাকি ছিল। এক ঢিলে দুই পাখি। তবে সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে।’

তবে উত্তরবঙ্গ পৌঁছে শুধু অরিজিতের কনসার্ট দেখে ফেরা যায়? একদম নয়। ছেলেকে নিয়ে দু-দিন দার্জিলিং ঘুরে আসবেন অভিনেতা। পাহাড়, ম্যাল আর গ্লেনারিজে একান্তে সময় কাটাবেন বাপ-বেটা। এই সফরে সঙ্গী হননি জয়জিৎ ঘরণী শ্রেয়া। ছেলের সঙ্গে দুর্দান্ত কিছু মুহূর্ত কাটাতে মুখিয়ে রয়েছেন জয়জিৎ।

 

বন্ধ করুন