বাংলা নিউজ > বায়োস্কোপ > Arunima Ghosh: পিতৃহারা অরুণিমা ঘোষ, কাছের মানুষ বাবাকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী

Arunima Ghosh: পিতৃহারা অরুণিমা ঘোষ, কাছের মানুষ বাবাকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী

অরুণিমা ঘোষ

বাবার ভীষণই আদরের মেয়ে ছিলেন অরুণিমা ঘোষ। বাবার বাধ্য মেয়ে ছিলেন অরুণিমা। কোনও সিদ্ধান্তই তিনি বাবার অনুমতি না নিয়ে নিতেন না। বাবা-ই ছিলেন তাঁর ‘ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড’। জীবনের সব থেকে কাছের মানুষকে হারিয়ে তাই ভেঙে পড়েছেন অভিনেত্রী। 

ফের একটা খারাপ খবর। পিতৃহারা অভিনেত্রী অরুণিমা ঘোষ। জানা যাচ্ছে, অনেকদিন ধরেই অরুণিমার বাবা অসুস্থ ছিলেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বেশকিছুদিন ধরে ভেন্টিলেশনেও ছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণিমার বাবা।

জানা যায়, বাবার ভীষণই আদরের মেয়ে ছিলেন অরুণিমা ঘোষ। বাবার বাধ্য মেয়েও ছিলেন অরুণিমা। কোনও সিদ্ধান্তই তিনি বাবার অনুমতি না নিয়ে নিতেন না। বাবা-ই ছিলেন তাঁর ‘ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড’। জীবনের সব থেকে কাছের মানুষকে হারিয়ে তাই ভেঙে পড়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে বাবার মৃত্যুর পর মাকেও সামলাতে হচ্ছে অরুণিমাকে।

জানা যায়, অরুণিমার বাবা পেশায় চিকিৎসক ছিলেন। মা-বাবাকে নিয়ে সুখের সংসার ছিল তাঁদের। এবিষয়ে অরুণিমা ঘোষকে ফোন করা হলে তিনি অবশ্য এই পরিস্থিতিতে ফোনও তোলেননি।

আরও পড়ুন-‘তুতুল’-এর বিয়ের পর্ব মিটেছে! এবার হানিমুনে গিয়ে হোটেল থেকেই ভিডিয়ো দিলেন অর্ণব-রুম্পা

আরও পড়ুন-‘ইলেকট্রিশিয়ান দাদাকেই বলি, পিছনের দিকের চুলটা ঠিক করে কেটে দাও তো’! রচনাকে একী বললেন মৈত্রেয়ী

পেশায় অভিনেত্রী হলেও বহুদিন হল ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না অরুণিমাকে। টলিপাড়ার কোনও পার্টিতেও সেভাবে আর দেখা যায় না তাঁকে। তবে শোনা যাচ্ছে, অরিন্দম শীলের 'ইস্কাবনের বিবি'তে নাকি অভিনয় করবেন অরুণিমা। এর আগে কাজের ক্ষেত্রে শেষবার অরিন্দম শীলের ‘মায়াকুমারী’তে অভিনয় করেছিলেন অরুণিমা ঘোষ। গৌরব চট্টোপাধ্যায়ের কীর্তন ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।

এদিকে বিনোদন দুনিয়ায় অতি সম্প্রতি নিজের মাকে হারিয়েছেন 'রান্নাঘর' খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। এদিকে মায়ের শ্রাদ্ধা অনুষ্ঠানের ভিডিয়ো দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হতে হয়েছে সুদীপাকে। তারও কিছুদিন আগে পৌষ সংক্রান্তির দিন অভিনেত্রী সায়নী ঘোষও তাঁর মাকে হারিয়েছেন। 

 

বায়োস্কোপ খবর

Latest News

চার হজম করে রাতে ঘুমতেই পারলেন না- বাবরের প্রশংসা করে প্রশ্নের মুখে দাহানি Hrithik-Saba: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! কপাল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি… টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের দাদা-বউদিকে 'ম্যাডাম' মমতার ডাকে সাড়া, শনির পর আজও কালীঘাটে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তররা মার্সিডিজ-BMWর রেষারিষি! দুই গাড়ির ধাক্কা Wagon R-এ, দুর্ঘটনা মুম্বইতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঝুলে গেল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগ প্রক্রিয়া যে রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারবে তাকেই ১১ লাখ দেব, ঘোষণা বিধায়কের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.