অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের পর ‘শ্রীময়ী’ ধারাবাহিকে যোগ দিতে চলেছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। ‘সৌদামিনীর সংসার’ দিয়ে টেলিভিশনের দর্শকদের কাছে জনপ্রিয় মুখ খলনায়িকা আন্নাকালী ওরফে প্রীতি। এবার দর্শকরা এক নতুন অবতারে দেখতে চলেছেন তাঁদের পছন্দের তারকাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই শেষ হয় ‘সৌদামিনীর সংসার’।
বেশ কিছু বছর ধরেই স্টার জলসায় হাই টিআরপি ধরে রেখেছে ইন্দ্রানী হালদার অভিনীত ‘শ্রীময়ী’ ধারাবাহিকটি। গল্পের নতুন নতুন টুইস্টে কাত দর্শকরাও। আপাতত ‘শ্রীময়ী’-তে খুঁজে পাওয়া যাচ্ছে না দিঠিকে। দিঠির সহপাঠী সর্বজিতের হাত রয়েছে এই ঘটনার পিছনে। আদরের মেয়ের হঠাৎ বেপাত্তায় দুশ্চিন্তায় গোটা পরিবার। বিপদে দিঠির জীবনও।‘শ্রীময়ী’তে মুখ্য চরিত্রে রয়েছেন ইন্দ্রানী হালদার, টোটা রায়চৌধুরী ও সুদীপ মুখোপাধ্যায়।
বোঝা যাচ্ছে, এখান থেকেই গল্পে আসতে চলেছে নতুন মোড়। আর তাই এন্ট্রি নিচ্ছে দুই নতুন মুখ— অর্ণব আর প্রীতি। ‘শ্রীময়ী’তে অর্ণবকে দেখা যাবে ছোটো-র চরিত্রে। ধারাবাহিকে ছোটো এমন এক ব্যক্তির হাতে দিঠিকে তুলে দেবে, যে নারীপাচারের সঙ্গে যুক্ত। ছোটো মূলত টাকার দরকারে টুকটাক অসামাজিক কাজ করে থাকে। তাই সে জানেই না তাকে দিয়ে কী করানো হতে চলেছে! ধারাবাহিকে ছোটোর এক ঘনিষ্ঠ আত্মীয়ের ভূমিকায় দেখা যাবে প্রীতিকে। অর্ণব আর প্রীতি, দু’জনেই ইতিমধ্যে শ্যুটিং শুরু করে দিয়েছেন ‘শ্রীময়ী’র জন্য।
প্রসঙ্গত, ২০২০-র ফেব্রুয়ারিতে ‘দেবী চৌধুরানী’র ব্রজেশ্বর ওরফে রাহুল মজুমদারকে বিয়ে করেন প্রীতি। ‘রংরুট’ ফিল্মের শ্যুটের সময় প্রীতিকে নিজের মনের কথা জানিয়েছিল রাহুল। হানিমুনের জন্য এই জুটি পাড়ি দিয়েছিলেন তাইল্যান্ডে।