গত কয়েকমাসে বেশ কয়েকবার ট্রোলের মুখে পড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। প্যারিস ফ্যাশন উইকে তাঁর র্যাম্প ওয়াক মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে। তবে অনেকেরই চোখে লাগে ‘বাড়তি ওজন’। এরপর মুম্বইয়ের গেটওয়ে ওফ ইন্ডিয়ার সামনে এক ইভেন্টের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেও কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। নেটপাড়ার ধারণা ফোটোশপে অত্যাধিকমাত্রায় এডিট করা হয়েছে ছবিগুলি। ব্যবহার করা হয়েছে এয়ারব্রাশ এফেক্ট।
এইসব ট্রোলের মাঝেই ভাইরাল বচ্চন-বধূর এক সাক্ষাৎকার। যেখানে বডি পজিটিভিটি থেকে শুরু করে ওজন বাড়া, সব নিয়েই কথা বলেছিলেন তিনি। ঐশ্বর্যকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করুন, কিচ্ছু যায় আসে না। এটাই বাস্তব। আমি এটাই। আমি একজন মা। এরকমটা তো হতেই পারে, আমার সঙ্গেও হতে পারে। এটাই তো জীবন।’
সঙ্গে জুড়ে দেন, ‘তাছাড়া আমি কখনই সাইজ জিরো-র ফ্যান ছিলাম না। আপনারা কয়েকবার ভেবে নিয়েছিলেন আমি অন্তঃসত্ত্বা, আমি সত্যিকারের অন্তঃসত্ত্বা হওয়ার অনেক আগেই। যা প্রমাণ করে আমি কখনোই সেভাবে ওজন বাড়া নিয়ে ভাবিনি।’
আরও পড়ুন: 'বিবাহিত হলেও ক্যামেরার সামনে কন্ট্রোল রেখো', নীল-ঐশ্বর্যর সঙ্গে মশকরা সলমনের
বডি পজিটিভির বার্তা এর আগেও দিয়েছিলেন ঐশ্বর্য। মেয়ে আরাধ্যার জন্মের পর ২০১২ সালে যখন রেড কার্পেটে হাঁটেন তিনি, তখন চেহারায় স্পষ্ট ছিল প্রেগন্যান্সি ফ্যাট। যদিও ঐশ্বর্যর চোখেমুখে এই ওজন নিয়ে একফোঁটা অস্বস্তি চোখে পড়েনি। কানের মিডিয়া কলে তাঁর সাফ জবাব ছিল, ‘আমি আমার ওজন নিয়ে খুশি। আমি মেয়েকে আমি খুব ভালোবাসি।’
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের গলা নকল করে আলোচনায় এসেছিলেন, মা হচ্ছেন 'কমেডিয়ান' সুগন্ধা
মা হওয়ার পর কাজের পরিমাণও অনেকটাই কমিয়েছেন। হাতে গোনা কয়েকটি সিনেমায় কাজ করেছেন শেষ কয়েক বছরে। ঐশ্বর্যকে শেষবার মণি রত্নমের ম্যাগনাম অপাস ‘পোনিয়িন সেলভান ২’-তে দেখা গিয়েছে। যা ২০২২ সালের ‘পোনিয়িন সেলভান’ সিনেমার সিক্যুয়েল ছিল। চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছিলেন একগুচ্ছ তারকা। তাঁদের মধ্যে ঐশ্বর্য ছাড়াও ছিলেন জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণণ, আর শরৎকুমার, জয়রাম, প্রভু, ঐশ্বর্য লেক্ষ্মী, সোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু, প্রকাশ রাজ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা এ আর রহমান-এর। দুটো পার্টই বক্স অফিসে পায় তুমুল সাফল্য। প্রশংসিত হয় ঐশ্বর্যর কাজও।
২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। বিয়ের চার বছরের মাথায় ২০১১ সালে মেয়ের জন্ম দেন ঐশ্বর্য।