বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আপনি তো খেলোয়াড়!’, স্কুলে মেয়ে দেখার জন্য এসব করতেন অমিতাভ, ফাঁস করলেন KBC-তে

‘আপনি তো খেলোয়াড়!’, স্কুলে মেয়ে দেখার জন্য এসব করতেন অমিতাভ, ফাঁস করলেন KBC-তে

অমিতাভ বচ্চন। (ছবি সৌজন্যে এএফপি)

কলেজে থাকতে মেয়ে দেখতে যেতেন পাশের পাহাড়ে, খাই টপকে। ছেলেবেলার গল্প কেবিসি-র সেটে শোনালেন অমিতাভ বচ্চন। 

‘কৌন বনেগা ক্রড়োরপতি’-তে সম্প্রতি অমিতাভ ফাঁস করলেন কলেজ জীবনের একটা মুখোরোচক ঘটনা, যা শুনে বিপরীতে হট সিটে থাকা প্রতিযোগী সাহিল শিন্ডে-র মুখ তো হাঁ। জানালেন কীভাবে তখন একটি পাহাড় অতিক্রম করে যেতেন একটি মেয়েকে দেখতে। আর জবাবে ওই প্রতিযোগীর মুখ থেকে বেরিয়ে আসে, ‘খেলোয়ার’ কথাটা।

সোনি তাঁদের ইনস্টাগ্রামে যে ভিডিয়ো শেয়ার করেছেন তাতে অমিতাভকে বলতে শোনা যাচ্ছে, ‘আমাদের যে সিস্টার্স স্কুল ছিল তা ছিল পাশের পাহাড়ে।’ দর্শকরা সবাই হাসতে শুরু করে দেন অমিতাভের মুখ থেকে এই কথা শুনে। তিনি এরপর বলেন, ‘মাঝে একটা খাদ ছিল। এবার ওই খাদ পেরিয়ে ওই স্কুলের আশেপাশে ঘুরতাম এটা দেখতে যে আমারটা কোথায় আছে!’ এরপর অমিতাভের কলেজের গল্প শুনে সাহিল বলে ওঠেন, ‘আপনি তো খেলোয়াড় স্যার।’ আর হাসতে শুরু করে দেন।

ভাববেন না এখানেই থেমেছিলেন অমিতাভ। সাহিলকে প্রশ্ন করেছিলেন, ‘আপনার জীবনেও আছে নাকি কেউ?’ আর তাতে ওই প্রতিযোগীর ঘাড় নেড়ে উত্তর, ‘না স্যার’! এরপর বিগ বি বলেন, ‘এই মঞ্চে কিন্তু মিথ্যে কথা বলা হয় না। যা মনে আছে সত্যি সত্যি বলে দিন কে সে।’ এরপর সাহিলের বন্ধুরা, যাঁরা কেবিসি-র সেটে হাজির ছিলেন, জানান কেউ একটা আছে সাহিলের জীবনে।

খুব সম্প্রতি বিগ বি-কে দেখা গিয়েছে ‘গুড বাই’ সিনেমাতে নীনা গুপ্তা আর রশ্মিকা মন্দনার সঙ্গে। আপাতত সুরজ বরজাতিয়ার সঙ্গে পরের ছবি ‘উঁচাই’-এর মুক্তির কাজে ব্যস্ত তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা মিলবে অনুপম খের, নীনা গুপ্তা, পরীণিতি চোপড়া আর বোমন ইরানি। ১১ নভেম্বর এই সিনেমা মুক্তি পাওয়ার কথা।

 

বন্ধ করুন