বরাবরই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আম্বানিরা। এর আগে আকাশ ও ইশা আম্বানির বিয়েতে বেশ ঘটা করে যোগ দিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের পরিবারকে। তবে এবার এতদিন গুজরাটে বলিউডের এই হাই প্রোফাইল পরিবারের অনুপস্থিতিতে কপাল কুঁচকেছিলেন অনেকেই। তবে রবিবার সপরিবারে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিলেন বচ্চনরা।
জুলাই মাসে বিয়ে রাধিকা আর অনন্তের। তবে প্রি ওয়েডিং চলছে জামনগরে। ৩ দিনের তারকাবহুল এই অনুষ্ঠানে রিহানা থেকে মার্ক জুকারবার্গ, ডোনাল্ড ট্র্যাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ঘুরে গিয়েছেন। শাহরুখ খান, সালমান খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাটের মতো তারকার গত ২ দিন থেকে রয়েছেন জামনগরেই।
আরও পড়ুন: গায়ে হলুদ শাড়ি! একটায় মন ভরেনি, প্রকাশ্যে অনুপম-পত্নী প্রশ্মিতার বিয়ের নতুন ছবি
রবিবার মেয়ে শ্বেতা নন্দা এবং নাতি অগস্ত্য নন্দার সাথে অমিতাভ বচ্চনকে বিমানবন্দরে দেখা যায়। শীঘ্রই অন্য একটি গাড়িতে অভিষেক বচ্চন , ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আরাধ্যকেও দেখা যায় মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টের বাইরে নামতে। যদিও খবর তাঁরা একই ফ্লাইটে উঠেছেন।
আরও পড়ুন: কম টিআরপি! বারবার স্লট হারা, অসময়ে বন্ধ স্টার জলসার জনপ্রিয় মেগা, কাঁদালেন নায়িকা
বরাবরই শোনা যায়, ঐশ্বর্য আর শ্বেতার মধ্যে নাকি একেবারেই ভাব নেই। অর্থাৎ নিজের ভাইয়ের বউকে পছন্দ করেন না শ্বেতা। আর রাই সুন্দরীরও সেভাবে ভাব জমে না ননদের সঙ্গে। এক সূত্র মাসখানেক আগে দাবি করেছিল, শ্বেতা পাকাপাকিভাবে মুম্বইতে এসে জলসায় (আমিতাভের বাংলো) থাকা শুরু করতেই, সমস্যা শুরু হয়েছে। এমনকী, ঐশ্বর্য নাকি কিছুদিন আলাদাই শ্বশুরবাড়িতে থাকার পর, সোজা মেয়ে আরাধ্যাকে নিয়ে চলে গিয়েছেন মায়ের কাছে। তবে এই ব্যাপারে বরাবরের মতোই বচ্চন পরিবার মুখ খোলেনি। যেমন শ্বেতা বচ্চনের তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে যাওয়ার খবরও বরাবর ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে!
আরও পড়ুন: ফাইনালে বাংলার ২ সন্তান, ইন্ডিয়ান আইডল ১৪-তে অনন্যা-শুভদীপের সঙ্গে আরও চার! কে জিতবে?
সাদা টি-শার্ট এবং চুল খোলা রেখেছিলেন ঐশ্বর্য। চোখে সানগ্লাস-সহ কালো হুডিতে এদিনও লাইমলাইট কাড়লেন তিনিই। সবুজ হুডি এবং ডেনিমে দেখা গেল অভিষেক বচ্চনকে। কমলা রঙের হুডি গায়ে ছিল আরাধ্যর। বিগ বি বেছে নিয়েছিলেন কালো হুডি, শ্বেতা বচ্চনের গায়ে কুর্তা সেট।