জামনগরে আম্বানিদের বাড়ি সেজে উঠেছে অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানের জন্য। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা। কোনও ফাঁক রাখতে চায়নি আম্বানি পরিবার। ১ মার্চ থেকে জামনগরে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। বিশ্বের অন্যতম বিগ বাজেট প্রাক বিবাহ অনুষ্ঠানের সাক্ষী গুজরাটের জামনগর। শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সঙ্গীতশিল্পী থেকে শুরু করে তাবড় তাবড় ব্যক্তিত্ব হাজির হয়েছেন আম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানে।
আর বিয়ের ভেন্যুতে দৃষ্টি আকর্ষণ করেছে দামি দামি সমস্ত গাড়ি। সারি সারি গাড়ি আর বাস ছিল অতিথি আপ্যায়নের জন্য। জামনগরে অতিথিদেরর জন্য থাকা-খাওয়ার ভিভিআইপি ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর থেকে অতিথিদের আপ্যায়নের জন্য ছিল রোলস রয়েস, বিএমডব্লিউ-এর মতো গাড়ি। সারি সারি ব্রিটিশ লাক্সারি গাড়ি নজরে এসেছে। পরিবেশ বান্ধব করার জন্য ইকো ফ্রেন্ডলি BMW-ও রয়েছে। আরও পড়ুন: জামনগরে দ্বিতীয় দিনের অনুষ্ঠান কেমন হল, রইল আম্বানির বাড়ির অন্দরের টুকরো ছবি
আরও পড়ুন: সরু পারের শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল পরে দিদি নম্বর ১-এর মঞ্চে মুখ্যমন্ত্রী, দেখুন ছবি
রোলস রয়েস ঘোস্ট
শাহরুখ খান এবং রণবীর কাপুরের মতো বলিউড তারকাদের ভেন্যু পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবস্থা ছিল সুপার লাক্সারি গাড়ি রোলস রয়েস ঘোস্ট। গাড়িটি ৬.৭৫ লিটার V12 টুইন টার্বো ইঞ্জিন দ্বারা চালিত। কাস্টোমাইজেশন ছাড়াই গাড়িটির এক্স শো রুম প্রাইস ৭.৯৫ কোটি টাকা।
BMW-র ইলেক্ট্রিক গাড়ি
এরপর সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে BMW ইলেকট্রিক SUV iX। BMW iX-ও গতির জাদুকর। এটি মাত্র ৬.১ সেকেন্ডে -১০০ কিমি বেগ ছুটতে পারে। BMW iX এর বিশেষ বিষয় হল কোম্পানি এটি সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপাদান বা পুনর্ব্যবহৃত আইটেম দিয়ে করেছে। এইভাবে, এই বৈদ্যুতিক এসইউভি তৈরিতে খনন করা কোনও ধাতু বা গভীর সমুদ্র থাকা কাঁচামাল ব্যবহার করা হয়নি। এই গাড়িটি ১০০ % 'গ্রিন ইলেকট্রিসিটি'-তে চলে। গাড়িটির এক্স শো রুম প্রাইজ ১.২১ কোটি টাকা।
রেঞ্জ রোভার
ভেন্যুতে দেখা মিলেছে রেঞ্জ রোভার SUV-র। গাড়ির পঞ্চম জেনারেশন মডেল। এটি নতুন ২৮.৯৫ সেন্টিমিটার কার্ভড গ্লাস টাচস্ক্রিনের মধ্যে সমস্ত মূল গাড়ির ফাংশনগুলির নিয়ন্ত্রণকে অন্তর্ভুক্ত করছে।
এছাড়া মুকেশ আম্বানির গাড়ির কালেকশান নেহাত কম নয়। ২০২২ সালে ১৩.১৪ কোটি দিয়ে রোলস রয়েস কুলিনান কেনেন তিনি। এছাড়া BMW 760Li নামের একটি বিলাশ বহুল গাড়ি রয়েছে তাঁর।