অনুষ্ঠানস্থল গুজরাটের জামনগর। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। আর সেই অনুষ্ঠানের মঞ্চে যখন হাজির খোদ শাহরুখ, তখন অনুষ্ঠানের আবহটাই বদলে যায়। হাজার হোক তিনিই যে এখনও 'বলিউড কিং'।
শাহরুখ মঞ্চে উঠলেন, শুরুতেই বললেন, ‘সুন্দর এই মুহূর্তের জন্য জয় শ্রীরাম! ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।’ শাহরুখের মুখে হঠাৎ জয় শ্রীরাম শুনে সেসময় হয়তবা অনেকেই চমকে উঠেছিলেন। তবে শাহরুখ বলে চললেন…। বললেন, ‘আপনারা সকলেই অনেক নাচগান দেখে ফেলেছেন। ভাইয়েরা নেচেছেন, বোনেরা নেচেছেন...এছাড়াও ভাইবোন-কাকু-কাকিমা, জ্যেঠু-জ্যঠিমা, মাসি, মেসো, নায়ক-নায়িকা সহ পরিবারের সকলেই নাচগান করেছেন। আর গতকাল রাতে ছিলেন সেক্সি রিহানা….। অনেকই নেচেছেন, খুব মজা হয়েছে। তবে এই সুন্দর অনুষ্ঠান প্রার্থনা ছাড়া, আশীর্বাদ ছাড়া এগোতে পারে না।’
শাহরুখ বললেন, ‘আম্বনি পরিবার তিন মহিলাকে ছাড়া চলতে পারে না। ওঁরা খানিকটা তিন দেবীর মতো। সেই সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতীর সঙ্গে পরিচয় করিয়ে দিই..। এরাঁ হলেন কোকিলাবেন আম্বানি, পূর্ণিমা দালাল ও দেবযানী খিমজি। তাঁরা অনন্ত ও রাধিকার জন্য অনেক আশীর্বাদ পাঠিয়েছেন।’ শাহরুখ বলেন, ‘এভাবেই সকলের আশীর্বাদ, ভালোবাসা নিয়ে পারিবারিক ঐতিহ্য বজায় রেখে এগিয়ে চলুক আম্বানি পরিবার।
আরও পড়ুন-খুশিতে আত্মহারা! ‘চোখ তুলে দেখো না কে এসেছে…’ গানে নাচলেন নতুন বউ শ্রীময়ী
নাচলেন শাহরুখ
আরও একটা ভিডিওতে, শাহরুখকে তাঁর ২০২৩ এর ব্লকবাস্টার ছবি ‘পাঠান’এর ‘ঝুমে জো পাঠান’ গানে নাচতে দেখা যায়। আর এরপরই হাঁপিয়ে গিয়েছেন, এমন ভঙ্গিমায় মাইক তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়ে অনন্তকে শাহরুখ প্রশ্ন করেন, ‘এবার কি যেতে পারি অনন্ত?’ আরও একটা ভিডিয়োতে দিলজিৎ দোসাঞ্জের গানে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা, অনন্যা পান্ডে ও শানায়া কাপুরদের সঙ্গে নাচতে দেখা যায় শাহরুখকে।
অনুষ্ঠানে দিলজিৎকে দেখা গিয়েছিল সাদা পোশাক ও ম্যাচিং পাগড়িতে। সুহানা পরেছিলেন নীল রঙের শাড়ি, নভ্যার পরনে ছিল রুপোলি রঙের শাড়ি। অনন্যাকে নিয়ন সবুজ লেহেঙ্গা এবং শানায়াকে কমলা রঙের পোশাকে দেখা যায়।
প্রসঙ্গত মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে হলেন অনন্ত। রাধিকা হলেন বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে। তাঁদেরই বিয়ের চার মাস আগে তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিয়ে হবে জুলাই মাসে।