শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে অনু কাপুর অভিনীত শো ‘ক্র্যাশ কোর্স’। সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন বিজয় মৌর্য। এই শো-এর প্রাচারের সময় আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’ সম্পর্কে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন অনুকে। অভিনেতার উত্তর শুনে হাঁ হয়ে গিয়েছিলেন সকলে। প্রবীণ অভিনেতা জিজ্ঞাসা করেছিলেন, ‘ও কে?’
একটি পাপারাজ্জোর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে ব্যাকগ্রাউন্ড থেকে কাউকে আন্নুকে জিজ্ঞাসা করতে শোনা যায়, ‘স্যার আমির স্যারের ছবি লাল সিং চাড্ডা মুক্তি পেতে চলেছে।’ এরই মধ্যে অনু বলে ওঠেন, ‘এসব কী? আমি সিনেমা দেখি না। আমি জানি না।’ আন্নুর ম্যানেজার হস্তক্ষেপ করে বলেন, ‘কোনও মন্তব্য নেই।’
এরপরই অনু বলে ওঠেন, ‘কোনও মন্তব্য নেই না। সিনেমাই দেখিনা আমি, নিজেরটাও না, অন্যেরটাও না। আমি সত্যিই চিনি না ওঁকে। তাহলে কী করে বলব কে ওঁ। আমার কোনও ধারণা নেই।’
আরও পড়ুন: ‘সুহানা দু'বার দেখেছে', শাহরুখ-গৌরী-আরিয়ানের ‘ডার্লিংস’ কেমন লাগল? অকপট আলিয়া
ভিডিয়োর কমেন্টে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘তাহলে আপনি চলচ্চিত্র শিল্পে কেন কাজ করেন?’ অন্য একজন বলেছেন, ‘উনি বলেছেন যে উনি জানেন না আমির খান কে, সিরিয়াসলি?’ অপর একজন ভক্ত বলেছেন, ‘আমার মনে হয় আন্নু জি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির উপর ক্ষুব্ধ’। একটি হাসির ইমোজির সঙ্গে এক ব্যক্তির মন্তব্য, ‘এখন পর্যন্ত সেরা প্রতিক্রিয়া।’
অস্কার জয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চড্ডা’। এই ছবিটা মূলত এক ব্যক্তির চোখ দিয়ে একটা দেশের সমাজ-রাষ্ট্রব্যবস্থাকে দেখবার কাহিনি। পুরোদস্তুর আমেরিকার সেই গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরবেন পরিচালক অদ্বৈত চন্দন। এই ছবিতে আমিরের নায়িকা করিনা কাপুর খান। এই ছবিতে শুধু অভিনয় নয়, প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আমির। আগামী ১১ অগস্ট মুক্তি পাবে ‘লাল সিং চড্ডা’।
চার দশকেরও বেশি সময় ধরে শোবিজ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অন্নু কাপুর। যদিও অভিনেতা হওয়ার স্বপ্ন কোনওদিনই দেখেননি তিনি। অন্নু কাপুরের দাদু, ঠাকুর্দা, জেঠু-কাকারা সকলেই ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তাঁদের থেকে অনুপ্রেরণা নিয়েই ছাত্রজীবনে দেশসেবা করতে আগ্রহী ছিলেন অন্নু কাপুর।
পড়াশোনাতে তুখোড় এই অভিনেতা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯৩% নম্বর নিয়ে উত্তীর্ণ হন অনু। তবে বাবা-মা'র অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল না হওয়ায় আইএএস হওয়ার স্বপ্ন ত্যাগ করতে হয় তাকে। এরপর বাবার থিয়েটার কোম্পানির হাল ধরতে উদ্যোগী হন।