অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপা এবং মেয়েদের ছেড়ে দূরে চলে গিয়েছে সূর্য। সে এখন একাই থাকে, একটি গ্রামে থেকে সেখানকার লোকেদের চিকিৎসা করে। অন্যদিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে রূপা। তাকে সামলানো থেকে শুরু করে সংসার, সোনাকে দেখা সবটাই একা করে দীপা। যদিও তার পাশে অর্জুন আছে। ফলে এবারের ভ্যালেন্টাইন্স ডে একটু অন্যরকম ভাবে কাটবে তাদের দুজনের।
অনুরাগের ছোঁয়ার আপডেট
স্টার জলসায় এখন ভ্যালেন্টাইন্স উইক বলে চলছে বসন্তে ভ্যালেন্টাইন্স। আর এই থিমে এবার এই সপ্তাহে দেখানো হবে এই দিনটি সূর্য আদ দীপা কীভাবে কাটাতে চলছে বর্তমানে তারা একে অন্যের থেকে অনেকটাই দূরে।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে বাংলার অনন্যার গানে শুনে সন্তুষ্ট নন জাভেদ আখতার! কেন বললেন, 'শিল্প আছে, কিন্তু...'
এমন অবস্থায় মায়ের জন্য সারপ্রাইজ হিসেবে ফুল দিয়ে ঘর সাজিয়ে তোলে ছোট্ট সোনা এবং রূপা। যদিও মা জিজ্ঞেস করতেই জানিয়ে দেয় এসব কিছু তারা নয়, বরং করেছে অর্জুন। অর্জুন নিজেও ঘাবড়ে যায় এসব শুনে। আসলে রূপা চায় তার মৃত্যুর আগে তার মা যেন অর্জুনকে বিয়ে করে, কাছাকাছি আসে তারা তাই এসব পরিকল্পনা।
অন্যদিকে সূর্যর জীবনে এন্ট্রি নিয়েছে নতুন নারী। তার এক ইন্টার্ন এসেছে। সে আবার তার সঙ্গে সূর্যকে ভ্যালেন্টাইন্স ডে কাটানোর কথা বলে। ফলে এখন তাদের জীবন আবার কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।
আরও পড়ুন: 'সময় সাক্ষী... সব যন্ত্রণা বিশ্বাসঘাতকতার', প্রেমের সপ্তাহে বিষাদ ভরা পোস্ট রণজয়ের, মিস করছেন সোহিনীকে?
অনুরাগের ছোঁয়া প্রসঙ্গে
অনুরাগের ছোঁয়া একটা সময় টিআরপি টপার ছিল। লাগাতার এক নম্বর পজিশন ধরে রাখত। এখন সেই জায়গা থেকে সরলেও সেরা দশে আছে এই মেগা। এই স্টার জলসায় রোজ রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।