বুড়ো বয়সে এসে বিয়ে নতুন কোনও ব্যাপার না। তাই বলে নাতনি বিয়ে দেবে ঠাকুমার! স্বামীকে হারানোর পর, ছেলে মেয়েরা নিজ নিজ জায়গা, জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে কি নতুন করে শুরু করা যায়? তেমনই কিছু গল্প, প্রশ্নের উত্তর দেবে শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যর নতুন ছবি এটা আমাদের গল্প। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
আরও পড়ুন: 'পোশাকের মতো রাজনৈতিক মতাদর্শও বদলান...' লোকসভার আগে ইঙ্গিতবহ পোস্ট বীর দাসের, নিশানায় কোন দল?
এটা আমাদের ছবির গল্পের ট্রেলার
ট্রেলারে দেখা যাচ্ছে অপরাজিতা আঢ্য একজন বয়স্ক বিধবা। তিনি একটি লাফিং ক্লাসে যান নিয়মিত। সেখানে আলাপ থুড়ি বন্ধুত্ব জমে শাশ্বতর সঙ্গে। নিজেদের নিঃসঙ্গ জীবনে তাঁরা যেন একে অন্যের ভালো লাগা, ভালো থাকার জায়গা হয়ে ওঠে। ছেলে ছেলের বউ বিষয়টা ভালো চোখে না দেখলেও নাতনি কিন্তু ঠাকুমাকেই সাপোর্ট করে। অন্যদিকে অপরাজিতাকে বিয়ের প্রস্তাব দেন শাশ্বত। উনি কি রাজি হবেন? সেটাই দেখা যাবে এই ছবিতে।
আরও পড়ুন: আদিবাসীদের সঙ্গে মিশতে তাঁদেরই পোশাক পরে গেলেন দেব! কটাক্ষ করে হিরণ বললেন, ' অভিনেতা তো তাই...'
এটা আমাদের গল্প প্রসঙ্গে
মানসী সিংহ পরিচালিত প্রথম ছবি হল এটা আমাদের গল্প। এটা একটা অন্য রকমের প্রেমের গল্প। মুখ্য ভূমিকায় থাকবেন অপরাজিতা আঢ্য এবং শাশ্বত চট্টোপাধ্যায়। শুভঙ্কর মিত্র এবং ধাগা প্রোডাকশন এই ছবির প্রযোজনা করেছে। সমাজকে বিশেষ এক বার্তা দেবে ছবিটি।
আরও পড়ুন: 'বলিউডে স্বজনপোষণ খুল্লামখুল্লা চলে, আর এখানে...' ‘আলাপ’ জমার আগে টলিউড নিয়ে বেফাঁস মিমি
আরও পড়ুন: 'আরও রিসার্চ প্রয়োজন ছিল...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের
অন্যান্য চরিত্রে আছেন খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, পূজা কর্মকার, জুঁই সরকার, অমিত ঘোষ, যুধাজিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রাঞ্জল দাস এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, আলাপ বসু, মেঘা বিশ্বাস, কাজল চ্যাটার্জি, শৌনক সরকার প্রমুখ।