বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita Auddy: ‘জল থই থই ভালোবাসা’র জন্য প্রচুর টাকা নিচ্ছেন? পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অপরাজিতা

Aparajita Auddy: ‘জল থই থই ভালোবাসা’র জন্য প্রচুর টাকা নিচ্ছেন? পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অপরাজিতা

অপরাজিতার পারিশ্রমিক নিয়ে ফিসফাস, মুখ খুললেন অভিনেত্রী। 

মিলি-র মুখোমুখি হয়ে স্টার জলসায় আসছে ‘কার কাছে কই মনের কথা’। সিরিয়ালের জন্য পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন? মুখ খুললেন অপরাজিতা। 

ছোট পর্দা শুধু নয়, বড় পর্দা-ওটিটি দিয়ে হাজার হাজার মানুষের মনে জায়গা করে নিয়েছেন অপরাজিতা আঢ্য। তবে সম্প্রতিই একটা কথা কানে আসছে নানা জায়গা থেকে। আর তা হল অপরাজিতা আঢ্য নাকি ‘পাহাড় প্রমাণ’ পারিশ্রমিক নিচ্ছেন। জল থই থই ভালোবাসা দিয়ে টিভিতে ফিরছেন তিনি আরও একবার। আর এই মেগায় তিনি যে পরিমাণ টাকা নিচ্ছেন তা মুখ হাঁ করে দেওয়ার মতো। সত্যিই কি তাই?

আসলে দিনকয়েক আগেই অপরাজিতার একটা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছিল ‘আমাকে নিতে বড় বাজেট লাগে’। ঠিক তাঁর সিনেমা চিনি ২ মুক্তির আগেই ভাইরাল হয়েছিল ভিডিয়োখানা। দেখা গিয়েছিল ছোট পর্দায় ফেরা নিয়ে লক্ষ্মী কাকিমা বলছেন, ‘যেহেতু আমাকে নিয়ে সিরিয়াল করা আর্থিক ভাবেও অনেকটা বড় জায়গা রাখে। আমাকে নিতে গেলে মানুষকে ভাবনা-চিন্তা করতে হয়। কারণ অর্থের একটা বড় জায়গা আছে।’

আর এই কথাগুলো থেকে ধরে নেওয়া হচ্ছে পারিশ্রমিক বহুগুণ বাড়িয়ে জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা’ আসছেন স্টার জলসাতে। তবে এবার এই ‘পাহাড় প্রমাণ পারিশ্রমিক’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই এই সময়ের কাছে। জানালেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল ধারাবাহিকে কেন ফিরছ না? আমার জবাব ছিল আমাকে নিতে গেলে তো গল্প নিয়ে ভাবতে হবে। চরিত্র নিয়ে ভাবতে হবে। আর্থিক বিষয়টাও আছে। তবে আমি তো বলিনি আমাকে নিতে গেলে অনেক টাকা দিতে হবে।’

এরপর উদাহরণ টেনে বলেন, ‘ধরো বুম্বাদাকে নিয়ে কোনও কাজ করলাম, সেক্ষেত্রেও তো প্রথমেই আমাকে গল্পটা নিয়ে ভাবতে হবে। সেই সঙ্গে আর্থিক বিষয়টাও আছে। এটাই তো স্বাভাবিক। সিনিয়র শিল্পীকে নিয়ে কাজ করতে গেলে গল্পের বিষয়া যেমন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আর্থিক স্বচ্ছন্দ্যের বিষয়টাও। তাঁকে তো আমি যা খুশি তাই দিতে পারি না। তবে এই কথাগুলোকে যদি ভুলভাবে পরিবেশন করা হয় তার দায় তো আমার নয়।’

‘এক আকাশের নীচে’ দিয়ে জনপ্রিয়তার আলোয় এসেছিলেন অপরাজিতা। গানের ওপারে, কনকাঞ্জলি, মা, জল নুপুর, পুণ্যি পুকুরের মতো মেগায় কাজ করেছেন। তাঁকে বারবার বলতে শোনা যায়, ছোট পর্দা তাঁকে যেহেতু জনপ্রিয়তা দিয়েছে তাই এর প্রতি তাঁর অগাধ টান। আপাতত তৈরি হচ্ছেন জল থই থই ভালোবাসা দিয়ে কামব্যাক করতে। যা দেখা যাবে ২৫ সেপ্টেম্বর রাত ৯টায় জলসাতে। তবে রয়েছে একটা বড় টুইস্ট। এই একই দিনে, একই সময়ে জি বাংলায় শুরু হচ্ছি ‘মিলি’। অর্থাৎ সন্ধ্যাতারা-ফুলকির পর আবার মুখোমুখি দুটো নতুন সিরিয়াল। 

মা-মেয়ের সম্পর্কের সমীকরণ ফুটে উঠবে জল থইথই ভালোবাসা-য়। অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অনুশা বিশ্বনাথন। সঙ্গে এই সিরিয়াল বলবে এক মধ্য বয়স্ক নারীর নিজেকে নতুন করে খুঁজে নেওয়ার গল্প। যেই পথের সঙ্গীও অবশ্য তাঁর মেয়ে-ই। ধারাবাহিকে অপরাজিতার চরিত্রের নাম কোজাগরী বসু। টিজারে দেখা গেল রান্নাঘরে আপন মনে নাচ করছে কোজাগরী, আর গুনগুন করছে, ‘মমচিত্তে..’। আর তখনই তার মেয়ে তোতা চলে আসে ভ্লগিং করতে। যাতে মা-কেও সামিল করে নেয় সে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

CPL 2024 চ্যাম্পিয়ন হয়ে মেসি-রোহিতকে কপি করলেন লুসিয়া কিংসের অধিনায়ক ডু প্লেসি ‘বুড়ির লজ্জা নেই’! কাটছে না আরজি করের রেশ, পুজোর ফোটোশ্যুটে ট্রোলে ঋতুপর্ণা ৫ মিনিট দাঁড়ালেই হচ্ছে কষ্ট, যন্ত্রণা সত্ত্বেও হিনা খানের হাসি মুখ দেখে অবাক সকল ‘সন্ত্রাসবাদীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল’, পুলিশের গাড়ি গুঁড়িয়ে দিল জনতা অলিম্পিকের ব্যর্থতা পিছনে ফেলে রাজনৈতিক আখড়ায় দুর্দান্ত ফল ভিনেশের, জয় কত ভোটে? 'অনুরোধ আপনাদের কাছে…' সিংঘম এগেইনের ট্রেলার মুক্তি পেতেই অক্ষয় কেন এমন বললেন? Eye Care Tips: এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় কার্যকারিতা দেখাতে পারে মেয়োনিজ, বলছে গবেষণা মহম্মদ ইউনুসের ‌মন্তব্যের তুমুল সমালোচনার জের, বরখাস্ত বাংলাদেশের ম্যাজিস্ট্রেট চাঁদের গৃহে মঙ্গলের প্রবেশ, ৪ রাশির জন্য আলোর উৎসব দীপাবলি আনবে সমৃদ্ধির জোয়ার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.