অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। দুই সুপাস্টার সোমবার লখনউতে ছিলেন ছবির প্রচারে, আর বিশাল জনতার সামনে লাইভ স্টান্ট করে তাক লাগালেন অক্ষয়-টাইগার। দুজনে বলিপাড়ার অন্যতম ফিট অভিনেতা, অ্যাকশন দৃশ্যে বডি ডবলের দরকার পড়ে না তাঁদের। সেটাই ফের চাক্ষুস করল লখনউয়ের জনতা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ঘটনার পরপরই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।
লখনউয়ে অক্ষয়-টাইগার
ভিডিয়োতে অক্ষয় ও টাইগারকে মঞ্চে দেখা গেছে যেখানে তাঁরা লখনউ ভ্রমণ নিয়ে নিজেদের উত্তেজনার কথা বলেছেন। দুই সুপাস্টারকে দেখার ভিড় যত বাড়তে থাকে, তা নিয়ন্ত্রণ করাও রীতিমতো কঠিন হয়ে পড়ে। অনেককে সামনের দিকে চপ্পল ছুঁড়তেও দেখা যায়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভিড়ের মধ্যে থেকে বেশ কয়েকটি চপ্পল মাঠের চারপাশে পড়ে থাকতে দেখা যায়। হট্টগোলের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা কিছুক্ষণের জন্য অনুষ্ঠান বিঘ্নিত হয়।
টাইগার শ্রফ পরবর্তীতে অপেক্ষারত ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ ইভেন্ট চলাকালীন কিছু রোমহর্ষক স্টান্টও করে দেখান। বুঝিয়ে দেন কেন ফিটনেসের মামলায় তাঁদের টেক্কা দেওয়া কঠিন। লখনউয়ের ক্লক টাওয়ারের সামনে ধরা দিলেন বলিউডের দুই খতরোক খিলাড়ি। বিরাট উচুঁতে হারনেস লাগিয়ে ঝুলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে এলেন তাঁরা। যা দেখে চক্ষু ছানাবড়া দর্শকদের।
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ-র শ্যুটিং মুম্বাই, লন্ডন, আবুধাবি, স্কটল্যান্ড এবং জর্ডানের মতো বেশ কয়েকটি লোকেশনে সেরেছেন তাঁরা।, এই চলচ্চিত্রটি তার গ্র্যান্ড স্কেল এবং হলিউড-স্টাইলের সিনেমাটিক ভিজ্যুয়ালের জন্য করছে। ছবিটিতে পৃথ্বীরাজ সুকুমারন একটি আকর্ষণীয় বিরোধী চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও এতে সোনাক্ষী সিনহা, মানুষী চিল্লার এবং আলায়া এফ অভিনয় করেছেন। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি ২০২৪ সালের ইদে মুক্তি পেতে চলেছে।