বাংলা নিউজ > বায়োস্কোপ > চিরঞ্জিৎ, তাপস পাল, প্রসেনজিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিপ্লবের! কী এমন বলেছিলেন?

চিরঞ্জিৎ, তাপস পাল, প্রসেনজিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিপ্লবের! কী এমন বলেছিলেন?

‘অপুর সংসার’এ বিপ্লব চট্টোপাধ্যায়

টক শো ‘অপুর সংসার’এ একবার অতিথি হয়ে হাজির হয়েছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়।

বাংলা চলচ্চিত্র জগতে খলনায়ক হিসেবে জনপ্রিয় অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। ছবিতে বেশিরভাগ সময় দর্শক তাঁকে দেখতে পেয়েছে খলনায়ক হিসেবে। কিন্তু পর্দায় বাইরে বেশ মজার মানুষ তিনি। বিগত কয়েক বছর ধরে অবশ্য কোনও ছবিতেই কাজ করতে দেখা যায়নি তাঁকে।

দীর্ঘ কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বিপ্লব চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির একাধিক তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। অভিনেতা একবার জি বাংলার একটি টক শো ‘অপুর সংসার’এ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন। শো-এর সঞ্চালনায় ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্প-আড্ডায় এ দিন মেতে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। কর্মক্ষেত্র এবং জীবনের নানা অজানার কথা ফাঁস করেন তিনি।

আরও পড়ুন: ছোটবেলায় ‘কিউটের ডিব্বা’ ছিলেন সচিন কন্যা, রইল সারার একগুচ্ছ অদেখা পুরনো ছবি

শো-এ বিপ্লব চট্টোপাধ্যায়কে শাশ্বত প্রসেনজিৎ, চিরঞ্জিৎ ও তাপস পালকে নিয়ে এক লাইন করে কোনও মন্তব্য করার জন্য আবেদন করেন। তবে বিপ্লববাবুর উত্তরে দর্শকের পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায় নিজেও খানিকটা অবাক হয়েছিলেন। প্রবীণ অভিনেতা বলেন, চিরঞ্জিৎ বড্ডো পাকা, আর তাপস পাল একটি গর্ধভ। যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘ধূর্ত’ বলে আখ্যা দিয়েছেন তিনি। সেই পুরনো ভিডিয়ো নেটমাধ্যমে ফের একবার ভাইরাল হয়েছে।

এই এপিসোডে জীবনের নানা অজানা কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। স্কুল-কলেজের দুষ্টুমি থেকে ক্লাস পালানোর দিনগুলি, পর্দায় খলনায়ক হয়ে ওঠার গল্পও ভাগ করে নিয়েছেন তিনি।

বন্ধ করুন