একমুখ দাড়ি, সারা মুখে রক্তের ছিটে, রক্তমাখা মুখে, ঠোটের উপর আঙুল চেপে ধরে চুপ করতে বলছেন তিনি। এমনই রুক্ষ চেহারায় সামনে এলেন ববি দেওল। একী রূপ সানি দেওলের ভাইয়ের। নাহ ভয় পাবেন না। এটাই ববির ‘অ্যানিম্যাল’ লুক।
মঙ্গলবার, নিজের ‘অ্যানিম্যাল’ লুকের পোস্টার পোস্ট করেছেন ববি নিজেই। ক্যাপশানে লিখেছেন, ‘অ্যানিম্যাল কা এনিমি’ অর্থাৎ ‘অ্যানিম্যাল’-এর শত্রু। ববির শেয়ার করা এই পোস্টারের নিচে কমেন্ট করেছেন সানি দেওল নিজেও। 'গদর'-এর তারা সিং লিখেছেন, 'হ্যাঁ বব গো ফর ইট'। ছেলের ছবির পোস্টারে ধর্মেন্দ্র লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি বব... তোমাকে দারুণ লাগছে। আমি এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।’
আরও পড়ুন-মালাবদলের পর অতিথিদের সঙ্গে আলাপ, সকলের সামনেই রাঘবের গালে চুমু খেলেন পরিণীতি
আরও পড়ুন-‘নির্লজ্জ ! এত্ত সাহস, তোমার না বউ আছে’, বলেই ধর্মেন্দ্রকে চড় মেরেছিলেন তনুজা, কী ঘটেছিল?
সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল', এই মুহূর্তে সবথেকে বেশি আলোচিত রণবীর কাপুরের এই ছবি। সেই ছবিতেই রয়েছেন ববি দেওল। এই ছবির কেন্দ্রীয় অভিনেতা রণবীর কাপুুর ও রশ্মিকা মন্দনার লুকও প্রকাশ্যে এসেছে। ২৮ সেপ্টেম্বর আসছে 'অ্যানিম্যাল'- টিজার। এই ছবির পোস্টারে রশ্মিকাকে দেখা যাবে 'গীতাঞ্জলী' চরিত্রে। পোস্টারে রশ্মিকাকে একটি ঐতিহ্যবাহী লাল পাড় ও সাদা শাড়িতে দেখা গিয়েছে। রশ্মিকার গলায় একটা মঙ্গলসূত্রেরও দেখা মিলেছে। ছবির পোস্টারে রণবীর কাপুরকেও এক মুখ দাড়িতে রুক্ষ চেহারায় দেখা গিয়েছে। তাঁর চোখে ছিল চশমা, ঠোঁটে সিগারেট। হাতে ছিল লাইটার।
জানা যাচ্ছে, এই ছবিতেতে বাবার প্রতি ছেলের ভালোবাসার গল্প উঠে আসবে। যদিও বাবা ছেলের সেই ভালোবাসা বুঝতে অক্ষম। এদিকে এর আগে অ্যানিম্যাল-এর প্রি-টিজারে কুড়ুল হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন রণবীর কাপুর। কুড়ুল হাতে একের পর এক খুন করতে দেখা গিয়েছিল তাঁদের। রণবীরের মাথার চুল ছিল লম্বা, মুখে ছিল রক্তের দাগ, এক্কেবারে 'অ্যাংরি ইয়ং ম্যান' লুকে দেখা গিয়েছিল রণবীরকে। ৫০ সেকেন্ডের সেই প্রি-টিজার দেখেই বোঝা গিয়েছিল একটা ঝড় উঠতে চলেছে। আর তাই এবার অ্যানিম্যলের টিজারের অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।
জানা যাচ্ছে হিন্দি ছাড়াও তমিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায় মুক্তি পেতে চলেছে 'অ্যানিম্যাল'।