বাংলা নিউজ > বায়োস্কোপ > মুম্বইয়ে বোমাতঙ্কের হুমকি ফোন! আঁটোসাঁটো অমিতাভ বচ্চনের বাড়ির নিরাপত্তা, ধৃত ২

মুম্বইয়ে বোমাতঙ্কের হুমকি ফোন! আঁটোসাঁটো অমিতাভ বচ্চনের বাড়ির নিরাপত্তা, ধৃত ২

মুম্বইয়ে বোমাতঙ্ক!

মুম্বই পুলিশ সূত্রে খবর, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ৪টি জায়গায় বোমা থাকার খবর দেয়। 

মুম্বইয়ে বোমাতঙ্ক! খোঁজ মিলতেই তিনটি রেল স্টেশন এবং অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর সামনে আরও আঁটোসাঁটো করা হল নিরাপত্তা। সূত্রের খবর, মুম্বই পুলিশের মেইন কন্ট্রোল রুমে আচমকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ফোন আসে। ওই ব্যক্তির কথায়, শহরের চার জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে। যদিও বিষয়টি পরে খতিয়ে দেখা যায় তথ্যটি ভুয়ো ছিল। কিন্তু কোনও ঝুঁকি না নিয়েই আগেভাগে সতর্ক হয়েছিল পুলিশ। ঘটনার জেরে ২ ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বই পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮.৫৩ নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ৪টি জায়গায় বোমা থাকার খবর দেয়। ছত্রপতি শিবাজী টার্মিনাস, বাইকুল্লা এবং দাদার রেলওয়ে স্টেশন এবং অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর নাম নেন তিনি। খবর পেয়েই তড়িঘড়ি এই চারটি এলাকায় তল্লাশি চালায় রেল পুলিস, রেল সুরক্ষা বাহিনী, বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং স্থানীয় পুলিস। যদিও সেখান থেকে সন্দেহভাজন কিছুই মেলেনি।

সুরক্ষার খামতি না রেখে চার জায়গাতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যে নম্বর থেকে ফোন এসেছি, তা ট্রেস করে মুম্বইয়ের কল্যাণ সিলপাতা এলাকা থেকে রাজু ও রমেশ নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃতরা মত্ত অবস্থায় এই কাণ্ডটি ঘটিয়েছে বলে জানা যায়। 

 

বায়োস্কোপ খবর

Latest News

ঠাকুর দেখতে বেরিয়ে বিরিয়ানি খাওয়ার প্ল্যান করেছেন? এটা জানলে মুখে উঠবে না গ্রাস 'সব বাংলাদেশিরই ভারতের সাথে সম্পর্ক রাখা উচিত', বয়কট ট্রেন্ডের মাঝে বার্তা BNP-র 'প্রমাণ লোপাটে পুলিশের ভূমিকায় নজর...', আরজি কর কাণ্ডে আদালতে বিস্ফোরক CBI ডিসেম্বর পর্যন্ত সুবর্ণ সময় ৩ রাশির, দাম্পত্য সমস্যা মিটবে, ব্যবসায় হবে লাভ ধর থেকে মাথা আলাদা, ‘মুসলিম’রা বাংলাদেশে ভাঙছে দুর্গা মূর্তি, ছবি দিলেন তসলিমা ‘এ কেমন নিয়ম’! RTM নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে চিঠি!সরাসরি ৬ রিটেনের পথে হাঁটবে দল? শারদীয়া উপলক্ষে যাত্রীদের পেটপুজোর 'উপহার' রেলের, মেনুতে থাকছে বড় চমক কলকাতার নাকের ডগায় ১৬ বছরের কিশোরীকে বাড়িতে ঢুকে ধর্ষণ প্রতিবেশী কাকার নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে চুপ পুলিশ, জনরোষ সামলাতে মহিষমারিতে জারি অঘোষিত কার্ফু মিস ফিল্ড,ক্যাচ মিস! কিউয়িদের বিপক্ষে হারেও উজ্জ্বল জেমিমার ফিল্ডিং…জিতলেন পদক…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.