রাজনীতির ময়দান ছেড়ে এবার বিগ বস হাউজে খেলবেন দেবাংশু ভট্টাচার্য? বিগ বস বাংলা সিজন ৩ তে অংশ নিচ্ছেন এই তৃণমূল যুবনেতা? জল্পনা বাড়ছে। আর এই জল্পনা ছড়ানোর নেপথ্যে আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা জনপ্রিয় ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্ত।
দ্য বং গাই বলে যে ফেসবুক পেজ আছে কিরণ দত্তের সেখানে তিনি মজার ছলে এদিন একটি পোস্ট করেন। তিনি তাঁর ভক্তদের থেকে জানতে চান যে বাংলায় যদি আবার বিগ বস ফেরে তবে দর্শকরা সেখানে কাকে দেখতে চাইবেন। সেখানে তিনি আবার বলে দেন যে ইউটিউবার হতে হবে সেই প্রতিযোগীদের এমনটা নাও হতে পারে। তখন সেখানে তাঁর ভক্তরা অনেকেই দেবাংশু ভট্টাচার্যের নাম করেন।
এদিন কিরণ দত্ত তাঁর প্রোফাইল লেখেন, 'বাংলায় আবার বিগ বস ব্যাক করলে মানে থার্ড সিজন হলে কাকে কাকে দেখতে চাও? দশ জন সাজেস্ট করো দেখি। শুধু ইউটিউবারদের নাম বললে হবে না। মিলিয়ে মিশিয়ে বলো।' অনেকেই সেই পোস্টে দেবাংশুর নাম উল্লেখ করেন। এরপর এই তৃণমূল যুবনেতা সেই পোস্ট শেয়ার করে জানিয়ে দেন তাঁর কী মত এই বিষয়ে। তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে লেখেন, তিনি বিগ বস অনুষ্ঠানে যোগ দেবেন না। তিনি মজা করে আরও লেখেন, 'এতজন আমার নাম লিখেছেন দেখে আমি আপ্লুত! কিন্তু ৩ মাস একটা বাড়িতে বন্দি থাকলে শুভেন্দু অধিকারী হয়ে যাব এক্কেবারে! তারপর বেরিয়ে এসে যখন বলব হু ইজ ইউ ভালো লাগবে?'
প্রসঙ্গত হিন্দি বিগ বস তো ভীষণই জনপ্রিয়। বাংলাতেও এই রিয়েলিটি শোয়ের দুটো সিজন হয়ে গিয়েছে। এবার আসছে তৃতীয় সিজন। সেই সিজনে অংশ নেওয়ার জন্য অফার কিরণের কাছে গিয়েছিল বলেও জানান এই ইউটিউবার।