বাংলা নিউজ > বায়োস্কোপ > MasterChef India new Challenge: ভারতীয় উপাদানে প্যান এশিয়ান পদ! মাস্টারশেফের চ্যালেঞ্জে দিশেহারা সকলে, এবার?

MasterChef India new Challenge: ভারতীয় উপাদানে প্যান এশিয়ান পদ! মাস্টারশেফের চ্যালেঞ্জে দিশেহারা সকলে, এবার?

মাস্টারশেফের চ্যালেঞ্জে দিশেহারা সকলে

MasterChef India new Challenge: গরিমা আরোরা প্রতিযোগীদের দিলেন নতুন চ্যালেঞ্জ। ভারতীয় উপাদান দিয়ে বানাতে হবে প্যান এশিয়ান পদ। এবার? ওঁরা কি পারবেন তেমন পদ বানাতে?

প্রতিযোগীরা নন, স্বয়ং বিচারক, অর্থাৎ গরিমা আরোরা রান্না করছেন মাস্টারশেফে! অ্যাপ্রন পরে জলদি জলদি বানিয়েও ফেলেন নজর কাড়া এক পদ। এরপরই তাঁকে প্রতিযোগীদের একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা যায়।

মাস্টারশেফ ইন্ডিয়য়ায় প্রতিযোগীরা পেলেন নতুন চ্যালেঞ্জ। এবার চ্যালেঞ্জ দিলেন বিচারক গরিমা। তিনি বললেন প্রতিযোগীদের কাছে প্যান্ট্রি থাকবে ইন্ডিয়ান। অর্থাৎ ভারতীয় রান্নাঘরে যে যে সরঞ্জাম পাওয়া যায় সেগুলো সব থাকবে তাঁদের কাছে। আর সেগুলো দিয়ে তাঁদের প্যান এশিয়ান খাবার বানাতে হবে তাও জলদি জলদি।

সদ্যই চ্যানেলের তরফে এই পর্বের প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। এখন সেরা ১৬ প্রতিযোগী রয়েছেন এই খেলায়। এমন চ্যালেঞ্জের কথা শুনে অবাক হয়ে যান প্রতিযোগীরা। সঙ্গে আরও একটি চমক দেন রণবীর ব্রার। তিনি বলেন এই ১৬ জন প্রতিযোগীর মধ্যে মাত্র ৮টি পদ তাঁরা চেখে দেখবেন। এর মধ্যে তাঁরা সেরা বেছে নেবেন। ফলে গোটা বিষয়টা নিয়ে মাস্টারশেফ কিচেনের পারদ বাড়ছে সেটা বলাই যায়। খেলা জমে উঠছে।

নতুন পাওয়া চ্যালেঞ্জে ঘুম উড়ে যায় প্রতিযোগীদের। প্রোমো ভিডিয়োতে দেখা যায় এক প্রতিযোগী সুবর্ণা বাগুল বলছেন, যে এই চ্যালেঞ্জ শুনে দুই মিনিটের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন। অন্যদিকে দেখা যায় অন্য আরেক প্রতিযোগী, অরুণা বিজয় তৈরি করবেন মিয়াম খান নামক একটি পদ। এটি একটি থাইল্যান্ডের ডিশ। কিন্তু সেটা কি পছন্দ হল বিচারকদের? সেটা তো আগামী পর্বেই জানা যাবে।

প্রতি সোম থেকে শুক্রবার পর্যন্ত এই রিয়েলিটি শো সোনি টিভিতে রাত ৯ টা নাগাদ দেখা যায়। এখানে বাংলার দুই প্রতিযোগী আছেন, দ্যুতি বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা কুন্ডু বিশ্বাস। আগের পর্বে দ্যুতি, প্রিয়াঙ্কা দুজনেই তাঁদের বানানো পদ দিয়ে নজর কেড়েছিলেন।

বন্ধ করুন