'বসন্ত বাতাসে সই গো...' চারদিকেই কেমন যেন একটা প্রেম প্রেম গন্ধ এখন বাতাসে। তার উপর চলছে প্রেমের সপ্তাহ। এমন সময় এই ভরা বসন্তে বিয়ে করলেন সারেগামাপা খ্যাত গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন লতা মঙ্গেশকরের আশীর্বাদধন্যা গায়িকা।
বিয়ে করলেন সমদীপ্তা মুখোপাধ্যায়
ফেব্রুয়ারি মাসে প্রেমের সপ্তাহেই বিয়ে সারলেন সমদীপ্তা মুখোপাধ্যায়। এদিনই প্রকাশ্যে আসে তাঁর বিয়ের ছবি। সারেগামাপা খ্যাত গায়িকার এদিন পরনে ছিল টুকটুকে লাল বেনারসি, ম্যাচিং ব্লাউজ এবং ওড়না। গা ভর্তি সোনার হয়না এবং শোলার মুকুটে সেজেছিলেন তিনি। এছাড়া ছিল লাল এবং হলুদ গোলাপের মালা।
আরও পড়ুন: 'আমাদের বাঁচতে দিন...' ডিভোর্সের গুঞ্জন ছড়াতেই বিরক্ত অঙ্কিতা, বিগ বস থেকে বেরিয়েই ভিকিকে নিয়ে কী বললেন?
আরও পড়ুন: 'এবার বদল দরকার...', বলিউড অভিনেতাদের অতিরিক্ত টাকার খাঁই! তোপ দেগে কাবিলের পরিচালক সঞ্জয় কী বললেন?
অন্যদিকে তাঁর বেটার হাফ স্বাগত গঙ্গোপাধ্যায়ের পরনে তসরের পঞ্জাবি এবং গোলাপ ফুলের মালা দেখা যায়। বিয়ের পর তাঁরা জুটি এদিন ধরা দেন এক বন্ধুর সঙ্গে। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবনের জন্য।
তাঁরা গত বছরের ডিসেম্বর মাসে বাগদান সেরে রেখেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। আংটি বদলের ছবি পোস্ট করে সমদীপ্তা লিখেছিলেন 'এখান থেকেই সারাজীবনের শুরু।' সেদিন তাঁকে একটি বেগুনি রঙের শাড়িতে দেখা গিয়েছিল। অন্যদিকে কনট্রাস্টে স্বাগতর পরনে ছিল হলুদ পঞ্জাবি।
আরও পড়ুন: 'টেলর মানে দর্জি?' স্পটিফাইয়ে অরিজিতকে ছাপিয়ে গেলেন টেলর সুইফ্ট, কটাক্ষ করে কী বলছে নেটপাড়া?
সমদীপ্তার প্রসঙ্গে
জি বাংলার গানের রিয়েলিটি শো সারেগামাপা-র হাত ধরে প্রচারের আলোয় এসেছিলেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়। সেমিফাইনালিস্টদের মধ্যে একজন ছিলেন তিনি। বিচারক থেকে দর্শক, শ্রোতা সকলেরই নিজের গায়কীতে মন কেড়েছিলেন সমদীপ্তা। এমনকি অনুপম খের, মাধবন, উদিত নারায়ণ, কালেব ফিশবেইনের মতো ব্যক্তিদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি। অন্যদিকে সঙ্গীত শিল্পীদের মধ্যে শান, ঊষা মঙ্গেশকর, হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, মিকা সিং আকৃতি কক্কর, মনোময় ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, জয় সরকার, মিস জোজো, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী সহ আরও অনেক গুনী শিল্পীদের থেকেও প্রশংসা পেয়েছেন বনগাঁর মেয়ে সমদীপ্তা।
প্রসঙ্গত, ২০২৩-এ মে মাসে মুক্তি পাওয়া তিনটি ভাষার ছবি 'মিউজিক স্কুল'-এ তিনটি গান গেয়েছেন সমদীপ্তা। আবার পরমব্রত-ইশার ছবি 'ঘরে ফেরার গান'-এ সাতটি গান করেন তিনি। এছাড়াও বিভিন্ন সিরিয়াল, থিম মিউজিক সহ বিভিন্ন ক্ষেত্রে গান গেয়েছেন সমদীপ্তা।